রাঙামাটি মেডিকেল কলেজে স্থায়ী ক্যাম্পাস কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দাবীতে বুধবার রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসের সামনে বিভিন্ন দাবী দ্ওায়া নিয়ে ঘন্টাব্যাপী বিক্ষোভ-সমাবেশ করে শিক্ষার্থীরা। এতে বক্তব্যে দেন মেডিকেল কলেজের শিক্ষার্থী ¯েœহাশীষ চক্রবর্তী, আদিতি রায়, শ্রেয়া চাকমা প্রমুখ।
সমাবেশে শিক্ষার্থীরা অবিলম্বে রাঙামাটি মেডিকেল কলেজে স্থায়ী ক্যাম্পাস কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দাবী জানান। এই দাবী আদায় না হওয়া পর্ষন্ত এই কর্মসূচি কঠোর থেকে কঠোরভাবে চালিয়ে যাওয়ার ঘোষনা দেন তারা।
উল্লেখ্য, গেল ২০১৪ সালে রাঙামাটি জেনারেল হাসপাতালের পাশের একটি ভবনে স্থায়ী ক্যাম্পাস তৈরী করে রাঙামাটি মেডিকেল কলেজে কার্যক্রম শুরু করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.