খাগড়াছড়ির পানছড়িতে শুক্রবার চাকমা ভাষা কোর্সের সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। পূজগাং মূখ উচ্চ বিদ্যালয় হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পানছড়ি উপজেলার প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা,বিশেষ অতিথি ছিলেন পানছড়ি প্রেসক্লাবের সভাপতি নূতন ধন চাকমা ও চেংগী সারিবালা কলেজের প্রভাষক স্মরনিকা চাকমা।
পূজগাং মূখ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইন্দ্র লাল চাকমার সভাপতিত্বে ও সুমঙ্গল চাকমা সঞ্চালনায় বক্তব্য রাখেন পানছড়ি উপজেলার প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, পানছড়ি প্রেসক্লাবের সভাপতি নূতন ধন চাকমা ও চেংগী সারিবালা কলেজের প্রভাষক স্মরনিকা চাকমা, চাঙমা সাহিত্য বাহ্ সংস্থার সাধারন সম্পাদক ইনজেব চাকমা, অর্থ সম্পাদক পরেশ কান্তি চাকমা প্রমূখ।
অনুষ্ঠানে স্কুল ও কলেজের ৪৮জন শিক্ষার্থীকে চাকমা ভাষার সার্টিফিকেট প্রদান করা হয়। উল্লেখ্য যে, দীর্ঘ ৩ মাস ধরে প্রতি শুক্রবারে তাদেরকে চাকমা ভাষার কোর্স বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.