আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত র্যালী ও আলোচনা সভায় বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীনহীল যোগদান করেছে।
গ্রীনহিলের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার লাল ছোয়াক লিয়ানা পাংখোয়ার এক ইমেইল বার্তায় বলা হয়, “নারী ক্ষমতায়ন, মানবতা উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটি জেলা প্রশাসকের নেতৃত্বে রাংগামাটি পৌরসভা প্রাঙ্গন হতে বণার্ঢ্য র্যালি হয় এবং র্যালি জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালী ও আলোচনা সভায় রাঙাামাটি সদর উপজেলার সরকারী, বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থার কর্মীবৃন্দ ও গ্রাম পর্যায় হতে বিভিন্ন পেশাজীবি লোকজন অংশ নেন। এছাড়া উক্ত র্যালী ও আলোচনা সভায় “মর্যাদায় গড়ি সমতা” শ্লোগানে ব্যানারে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় পরিচালিত গ্রীনহিল-স্পীড-শিক্ষা প্রকল্পের রাঙ্গামাটি সদর উপজেলার প্রকল্প অন্তর্ভূক্ত বিদ্যালয় থেকে আগত মা দল, এসএমসি ও পিটিএ’র শতাধিক সদস্য-সদস্যাগণ অংশগ্রহণ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.