রাঙামাটিতে এবিসি টইলস্`র বার্ষিক ডিলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় রাঙামাটি পৌরসভা সন্মেলন কক্ষে চট্টগ্রাম বিভাগীয় সিকন্দার এজেন্সীর উদ্যোগে সন্মেলনে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। সম্মেলনের সভাপতি জাকারিয়া সিকদার বাদশাহ-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি পৌর প্যানেল মেয়র জামাল উদ্দিন, সিকদার এজেন্সীর চট্টগ্রাম বিভগীয় ব্যবস্থপনা পরিচালক সাল্লাহ উদ্দিন চৌধুরী, ইউনিক এজেন্সীর প্রোপ্রাইটর মিসেস আলী। এসময় এবিসি টাইলস্`র মার্কেটিং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সন্মেলনে বক্তারা বলেন, সাশ্রয়ী মূল্য ও টেকসই হওয়ায় মানুষ দিন দিন টাইলস ব্যবহারে আগ্রহী হচ্ছেন। এক দশক আগেও দেশের টাইলসের বাজার ছিল আমদানিনির্ভর। কিন্তু এখন চিত্র পাল্টে গেছে। দেশীয় টাইলস দিয়েই এখন চাহিদার চেয়ে বেশি পূরণ হচ্ছে। দেশের টাইলসের বাজারে অল্প সময়েই শক্ত অবস্থান করে নিয়েছে এবিসি সিরামিকস।
উল্লেখ্য,এবিসি সিরামিকস সারাদেশে ছড়িয়ে দিতে ও সেবার মান নিশ্চিতে এই সম্মেলনের আযোজন করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.