রাঙামাটির বিলাইছড়িতে মারমা সম্প্রদায়ের দুই বোনকে যৌন নিপীড়নের অভিযোগ এনে দোষীদের শাস্তির দাবিসহ ৬ দফা দাবিতে শনিবার রাঙামাটিতে সকাল-সন্ধ্যা সড়ক ও নৌ-পথ অবরোধ ডেকেছে হিল ইউমেন্স ফেডারেশন।
ইউপিডিএফের সমর্থিত হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নীতি শোভা চাকমার স্বাক্ষরিত বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক প্রেস বার্তায় রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের ওরাছড়ি গ্রামে মারমা সম্প্রদায়ের দুই বোনকে যৌন নিপীড়নের অভিযোগ এনে দোষীদের শাস্তির দাবিসহ ৬ দফা দাবিতে রাঙামাটিতে সকাল-সন্ধ্যা সড়ক ও নৌ-পথ অবরোধ ডাকা হয়েছে।
প্রেস বার্তায় বলা হয়, এই অবরোধ কর্মসূচিতে বিভিন্ন সংগটন সমর্থন জানিয়েছে। এর মধ্যে রাঙামাটি ঠিকাদার কল্যাণ সমিতি(পাহাড়ি)-এর পক্ষে সমিতির সভাপতি মানস মুকুর চাকমা, বাঘাইছড়ি চেয়ারম্যান সমিতির পক্ষে শ্যামল কান্তি চাকমা, সাজেক কার্বারী সমিতির পক্ষে সভাপতি ফুলেশ্বর চাকমা (কার্বারী) ও সধারণ সম্পাদক নতুন জয় চাকমা (কার্বারী), হরঙাতুলি কাঠ ব্যবসায়ী সমিতির পক্ষে সভাপতি উদয়ন চাকমা, বাঘাইছড়ি বাঁশ ব্যবসায়ী সমিতির পক্ষে সভাপতি চন্দ্র চাকমা ও সাজেক কালচারাল টিম এর পক্ষে সভাপতি উদয়ন চাকমা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.