২১ শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে শনিবার রাত ১২.০১ মিনিটে প্রথম প্রহরে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন রাঙামাটির সাংবাদিক সমাজ।
প্রথম প্রহরে প্রথমে ১৯৫২ সালে ভাষা আন্দোলনের শহীদদের উদ্দেশ্য শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এর রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলের নেতৃত্বে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আনোয়ারওল হক, রাঙামাটি রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক ফজলুর রহমান রাজন, রাঙামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, রাঙামাটি সাংবাদিক সমিতির সভাপতি মিল্টন বড়ুয়া, সাধারন সম্পাদক মোঃ সোলেয়মান, সিনিয়র সাংবাদিক পুলক চক্রবর্তী, সুপ্রিয় চাকমা, অলী আহম্মেদ, সত্রং চাকমা, ফজলে এলাহী, চৌধুরী হারুনুর রশীদ, মনসুর আহম্মেদ, মোঃ কামাল উদ্দীন, আনোয়ার হোসেন,আলমগীর মানিক,শান্তিময় চাকমা, বিজয় ধর, ইয়াসিন রানা সেহেলে, হেফাজতবারী সবুজ প্রমুখ।
এর আগে রাঙামাটি প্রেস ক্লাবে সমবেত হন রাঙামাটির সাংবাদিক সমাজের নেতৃবৃন্দ। পরে প্রেস ক্লাব চত্বর থেকে পায়ে হেঁটে সাংবাদিক সমাজের নেতৃবৃন্দ ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি----’ অমর একুশের এ গানটি গেয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.