শুক্রবার কাপ্তাই চন্দ্রঘোনা বারঘোনিয়া জ্ঞানোদয় বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়েছে।
বিহার প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে রাংগুনিয়া ইছামতি ধাতু চৈত্য বিহারের অধ্যক্ষ ভদন্ত সুমঙ্গল মহাথেরোর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই নোয়াপাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পুঞঞা বংশ মহাথের। দানোৎসব এ প্রধান ধর্মালোচক হিসাবে উপস্হিত থেকে দেশনা প্রদান করেন ওয়াগ্গা জনকল্যান বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সুমেধানন্দ মহাথের। অনুষ্ঠানে প্রদায়ক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। এছাড়া অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন
অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মার্মা, সান্তনা চাকমা, কাপ্তাই উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচংগ্যা, ৫ নং ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরন্জিত তংচংগ্যা প্রমুখ।
ধর্ম দেশনায় বৌদ্ধ ভিক্ষুরা বলেন, কঠিন চীবর দান উৎসব একটি সর্বোচ্চ দানোৎসব, এই দানের ফলে মানুষের মনের কলুষতা,দু:খ, পাপ, মোহ,দূূর্গতি খন্ডে। মানুষ প্রশান্তি লাভ করতে পারে, তাই ভগবান গৌতম বুদ্ধের মর্মবাণী গুলো আমরা বাস্তব জীবনে অনুসরণ করতে পারলেই তবেই নির্বাণ লাভ করতে পারবো।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.