ম্যালেরিয়া রোগ প্রতিরোধের লক্ষেই রোববার থেকে বরকল উপজেলার ৫টি ইউনিয়নে কীটনাশক যুক্ত দীর্ঘ স্থায়ী মশারী বিতরণ শুরু হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে উপজেলা সদরের মাঠপাড়া এলাকায় মশারী বিতরণ উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিধান চাকমা। এ সময় বড়হরিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিলাময় চাকমা,উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডাঃ মামুন রেজা উপজেলা ব্র্যাক ম্যানেজার অলকা চাকমা উপজেলা প্রেস ক্লাব সভাপতি পুলিন বিহারী চাকমা ব্র্যাকের মাঠ কর্মী প্রমিতা চাকমা সুমেধ চাকমা নিলাপ্রভা তংচংঙ্গ্যা স্বাস্থ্য কর্মী অনুষা চাকমাসহ উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।
উপজেলা ব্র্যাক ম্যানেজার অলকা চাকমা জানান, আগামী ৩১ ডিসেম্বর এ মশারী বিতরণ শেষ হবে। উপজেলার ৫টি ইউনিয়নে ২০ হাজার ৪শ ২৮ পরিবার মাঝে এ মশারী বিতরণ করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.