বুধবার জুরাছড়ি উপজেলার শ্রী শ্রী রাধা-কৃষ্ণ সেবা আশ্রমরের (হরিমন্দি) পূজা মন্ডব পরিদর্শন করেছেন জোন অধিনায়ক কেএম ওবায়দুল হক।
এ সময় পূজা পরিচালনা কমিটির সভাপতি মদন মোহন নাথ, দুর্নীতি প্রতিরোধ কমিটির আহ্বায়ক তপন কান্তি দে, পূজা পরিচালনা কমিটির সদস্য দেবাশীষ দেব নাথ, ছোটন দাস গুপ্তসহ সেনা বাহিনীর পদস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় সেনা বাহিনীর পক্ষ থেকে জোন অধিনায়ক কেএম ওবায়দুল হক পূজা মন্ডবে সহযোগীতা স্বরূপ দশ হাজার টাকা তুলে দেন।
পরিদর্শনকালে জোন অধিনায়ক দেশের দুর্যোগ দ্রুত প্রতিকারের লক্ষ্যে পরম করুমায়ের কাছে প্রতিটি পূজামন্ডবে প্রার্থনা করার আহ্বান জানিয়ে বলেন, শান্তি-শৃংখলা রক্ষায় সব সময় সেনা বাহিনী কাজ করে যাচ্ছে। পূজামন্ডবে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সে লক্ষ্যে সর্বত্বক সহযোগীতা প্রদান করা হবে।
এদিকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা ও আওয়ামী লীগের সভাপতি প্রর্বতক চাকমা পরির্দশন করেছেন। এ সময় পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে জ্ঞানেন্দু বিকাশ চাকমা পূজা উদযাপন কমিটির কাছে বিশ হাজার টাকার চেক তুলে দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.