• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটির সীমান্তবর্তী দুর্গম হরিণায় বিজিবির মানবিক সহায়তা                    বিলাইছড়িতে প্রকল্প পরিদর্শনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক                    বিলাইছড়িতে বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে ডিপিও                    বিলাইছড়িতে ২২ লিটার মদসহ আটক ১                    কাপ্তাই হ্রদ খননে পরিকল্পনা নেওয়া হবে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা                    রাঙামাটির বিএফডিসির বেহাল অবস্থায় দেখে হতাশা প্রকাশ মৎস্য উপদেষ্টার                    জুরাছড়ির ধামাইপাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন                    কাউখালীতে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপায় নিহত ১: আহত ১                    ইইউ’র অর্থায়নে বিলাইছড়িতে নগদ অর্থ সহায়তা পেল ১৭৯ পরিবার                    ৮৬ দিন পর ভেসে উঠল রাঙামাটির পর্যটনের ঝুলন্ত সেতু                    রাঙামাটিতে প্রধান শিক্ষককের বিদায় সংবর্ধনা ও শিক্ষক সম্মাননা প্রদান                    রাঙামাটিতে বিরল প্রজাতির গোপালী বুনো হাতি শাবকের মৃত্যু                    চাকমা ও মারমা ভাষার পাঠ্যপুস্তকে নিজস্ব লিপিতেই প্রকাশের দাবি ২৪ বিশিষ্ট নাগরিকের                    বিলাইছড়ি বহুতল ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু                    রাঙামাটিতে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ                    জুরাছড়ি বরকলক শান্তিদান বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত                    রাঙামাটি জেলা পরিষদের সদস্য দুমদুম্যায় কমিউনিটি ক্লিনিক পরির্দশন                    খাগড়াছড়িতে বাস উল্টে নিহত ২, আহত ১০                    রাঙামাটিতে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর আত্নহত্যা                    বিশ্ব খাদ্য দিবসে বিলাইছড়িতে হিল ফ্লাওয়ারের আলোচনা সভা                    পরিবেশ রক্ষায় বরকলে আনসার ও ভিডিপি সদস্যদের ৭২০০ গাছ রোপণ                    
 
ads

বান্দরবানে তিন দিন ব্যাপী ঐতিহ্যবাহী রাজপূণ্যাহ মেলা শুরু

বিশেষ প্রতিনিধি,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Dec 2016   Wednesday

বুধবার থেকে বান্দরবানে তিন দিন ব্যাপী ১৩৯ তম রাজপূণ্যাহ মেলা শুরু হয়েছে।

 

ঐতিহ্যবাহী বোমাং রাজার মাঠে অনুষ্ঠিত রাজপূন্যাহ মেলার উদ্ধোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

 

১৭তম রাজা বোমাংগ্রী উ চ প্রু, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন এমপি, সেনাবাহিনীর চট্টগ্রাম এরিয়ার মেজর জেনারেল মো: জাহাঙ্গীর কবির তালুকদার, বান্দরবান জোন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ যুবায়ের সালেহীন, চট্টগ্রাম রেঞ্জের পুলিশের অতিরিক্ত ডিআইজি মো: সাখাওয়াত হোসেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য স্নেহ কুমার চাকমা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, রাঙ্গামাটির বৃষকেতু চাকমা, খাগড়াছড়ির কংজরী চৌধুরী, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়। এছাড়া আইন-শৃঙ্খলা বাহিনী, প্রশাসনের কর্মকর্তা, হেডম্যান (মৌজা প্রধান), কার্বারীসহ (পাড়া প্রধান) অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

এর আগে দুপুরের দিকে রাজ দরবার থেকে রাজার পাইক, পেয়াদা ও সৈন্যসহকারে আগত অতিথিদের নিয়ে ১৭তম রাজা বোমাংগ্রী উ চ প্রু মঞ্চে আগমন করেন। সেখানে বোমাং রাজাকে ফুল ছিটিয়ে অভ্যর্থনা জানানো হয়। পরে রাজকীয় অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে খাজনা আদায় অনুষ্ঠান শুরু হয়। দূর-দুরান্ত থেকে আসা পাহাড়িদের হাতে বিভিন্ন ধরণের উপঢৌকন। কারো হাতে দেশী মোরগ, কারো হাতে বিনি চালের পিঠা। আবার কারো হাতে দেশীয় তৈরি চোলাই মদ। এতসব উপঢৌকন লোকেরা এনেছেন রাজাকে উদ্দেশ্য করে।

 

এসময় বোমাং রাজার মাঠে তখন হাজারো মানুষের ভিড়ের সমাগম ঘটে। দেশি-বিদেশী পর্যটক ছাড়াও স্থানীয় লোকেরা ভিড় জমিয়েছেন রাজ খাজনা আদায় অনুষ্ঠান দেখতে। অনুষ্ঠানটি দেশি-বিদেশী পর্যটক ও স্থানীয়দের উপস্থিতি মিলন মেলায় পরিণত হয়েছে। এ রাজ পুর্ন্যামেলা আগামী ২৩ ডিসেম্বর পর্ষন্ত চলবে।

 

এদিকে রাজপূণ্যাহ মেলাকে ঘিরে বসেছে বাহারী রকমের দোকান, নাগরদোলা, মৃত্যুকূপ, পুতুল নাচ, যাত্রা, সার্কাস।

 

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, তিন পার্বত্য জেলার মতো সৌন্দর্য্য দেশের আর কোথাও নেই। আজ ও কাল হোক এই সৌন্দর্য্যকে কাজে লাগাতে হবে। পার্বত্য অঞ্চলে যে ট্রাডিশন রয়েছে তা বাঁচিয়ে রাখতে হবে। এই অঞ্চলে যে ভূমিকর প্রথা চালু আছে, তা চলমান থাকবে।

 

বিশেষ অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, আজকের এই অনুষ্ঠানে হাজারো মানুষের সমাগম ঘটেছে। পার্বত্য শান্তি চুক্তির আগে এমন সমাগম কল্পনা করা যায় না। এই সুন্দর ও শান্তিপূর্ণ সমাগম ঘটার পেছনে আছে জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র অবদান। তিনি চেয়েছেন বলেই পাহাড়ে শান্তি বইছে। 

 

সভাপতি বক্তব্যে বোমাং রাজা উ চ প্রু বলেন, এই অঞ্চলে পাহাড়ি-বাঙ্গালী সবাই শান্তি-সম্প্রীতিতে বসবাস করতে হবে। শান্তির জন্য যা যা করা দরকার সবকিছু করা হবে। তিনি আরো বলেন, বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরেছি, এদেশের মতো মাটি কোথাও দেখিনি। ১২ মাস উৎপাদন হয়, চাষ করা যায়। এছাড়া তিনি আগত অতিথিদের শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

উল্লেখ্য, প্রায় ১৭৬৪ বর্গমাইল এলাকার বান্দরবানের ৯৫টি, রাঙামাটির রাজস্থলি ও কাপ্তাই উপজেলার ১৪টি মৌজা নিয়ে বান্দরবান বোমাং সার্কেল। রাজপূণ্যাহ অনুষ্ঠান প্রবর্তিত হয় ১৮৭৫ সালে। বোমাং সার্কেলের নবম রাজা সাক হৃ ঞো এর প্রবর্তন করেন। সেই থেকে বোমাং সার্কেলে ধারাবাহিকভাবে রাজপূণ্যাহ অনুষ্ঠানের আয়োজন হয়ে আসছে। বছরের একটি দিনে রাজ কোষাগারে খাজনা আদায়কে কেন্দ্র করে বসে রাজপূণ্যাহ মেলা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ