ফানুস বাতির রঙে বর্ণিল আকাশ,বুদ্ধকে স্নান করানো, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে রোববার কাপ্তাইয়ে উদযাপিত হয়েছে মার্মা সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ওয়াগ্যোই পোয়ে:।
উপজেলার ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারের উদ্যোগে বিহার প্রাঙ্গণে হাজার হাজার দায়ক দায়িকার উপস্হিতি দিন ব্যাপি কর্মসুচীর উদ্ধোধন করেন চিৎমরম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পামাক্ষ মহাথের। এ সময় রাঙাগামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মার্মা, কাপ্তাই উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুইচাইন চৌধুরী, মাসসের সাংস্কৃতিক সম্পাদক মংসুপ্রু মার্মা, রাংগামাটি জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হ্লাথোয়াই মার্মা, চিৎমরম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংসুচাইন মার্মা সহ দায়ক দায়িকারা উপস্হিত ছিলেন।
এই উপলক্ষে স্হানীয় শিল্পীরা ছাড়াও বেতার শিল্পী রফিক আশেকী, মো: রফিক সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন মংসুপ্রু মার্মা। যন্ত্র সংগীতে ছিলেন, ফনীন্দ্রলাল ত্রিপুরা,ঝুলন দত্ত, ইমরান হোসেন রোকন এবং অভিজিত দাশ কিষাণ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.