মঙ্গলবার বিলাইছড়িতে লাইভলীহুড সিকিউরিটি এন্ড ওয়াটারশেড ম্যানেজমেন্ট প্রজেক্ট নামের নতুন প্রকল্পের আনুষ্ঠানিক যাএা শুরু হয়েছে। ইউএনডিপি-সিএইচটিডিএফ এর আর্থিক সহায়তায় স্থানীয় এনজিও ‘টংগ্যা’ এ প্রকল্প বাস্তবায়ন করছে।
বিলাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান শুভমঙ্গল চাকমা।
টংগ্যা’র নির্বাহী পরিচালক বিপ্লব চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইউএনডিপি-সিএইচটিডিএফ এর কমিউনিটি এম্পাওয়ারমেন্ট প্রকল্পের জেলা কর্মকর্তা বিহিত বিধান খীসা, উপজেলা ভাইস চেয়ারম্যান অমৃত সেন তঞ্চঙ্গ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান শ্যামা চাকমা , বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা সুদর্শন সিকদার।
প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা পলাশ খীসার সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়ক ত্রিপন চাকমা ও হেডম্যান রমাকান্ত আমু প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, হেডম্যান ও কার্বারীগণ উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.