• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম জনগণ নিরাপত্তাহীন,অনিশ্চিত ভবিষ্যৎ জীবন নিয়ে বেঁচে আসে-সন্তু লারমা                    রাঙামাটিতে আস্থা প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে দাতা সংস্থার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল                    কাপ্তাইয়ের আওয়ামীলীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেফতার                    রাবিপ্রবি’র উন্নতি ও দেশে-বিদেশে সুনাম ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি ভিসির                    পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে অনুপ কুমার চাকমা                    রাঙামাটিতে মাসসের সাথে সাংবাদিকদের মতবিনিময়                    সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    আদিবাসী ছাত্র জনতার উপর হামলার ঘটনায় পিসিপি-এইচডব্লিউএফের নিন্দা ও প্রতিবাদ                    ঢাকায় সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা                    কাউখালীতে অসহায় ও গরীব সুরেশ চাকমা পরিবারের পাশে প্রশাসন                    “ আদিবাসী শব্ধ” সম্বলিত গ্রাফিতি বাতিলের প্রতিবাদে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন                    খাগড়াছড়ির রামগড় স্থল বন্দর পরিদর্শন করেছেন নৌ পরিবহন উপদেষ্টা                    মাসসের আওয়ামীলীগপন্থী কমিটির বিরুদ্ধে অনিয়ম ও লুটপাটের অভিযোগ                    প্রেস কাউন্সিলের একেবারে অকার্যকর,প্রয়োজনীয়তা নেই-কামাল আহমেদ                    রাঙামাটিতে লজিকের যুবক গ্রুপের র‌্যালি ও আলোচনা সভা                    পাহাড়ি থেকে অগ্রাধিকারের ভিত্তিতে রাবিপ্রবিতে উপাচার্য নিয়োগের দাবীতে স্মারকলিপি                    রাবিপ্রবি’র ভিসি নিয়োগের দাবীতে শিক্ষাথীদের আড়াই ঘন্টাব্যাপী সড়ক অবরোধ                    বিলাইছড়িতে তামাকের বদলে চাষ হচ্ছে শিম-বাদাম                    খাগড়াছড়িতে শীত বস্ত্র বিতরণ                    খাগড়াছড়িতে চাঙমা ভাষা শিখন কার্যক্রম শুরু                    নানিয়ারচরে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০৩ পরিবারকে মানবিক সহায়তা হিসেবে অর্থ প্রদান                    
 
ads

বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীনহিলের দরপত্র বিজ্ঞপ্তির খবর

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Aug 2016   Monday

বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীনহিলের বাস্তবায়নাধীন এনজিও হেল্থ সার্ভিস ডেভেলপমেন্ট প্রজেক্ট (এনএইচএসডিপি) এবং পার্থ ফাইন্ডার ইন্টারন্যাশনালের সহযোগিতায় অফিস যন্ত্রপাতি(কম্পিউটার সামগ্রী,জেনারেটরসোলার সিস্টেম),ফার্ণিচার(টেবিল (হাফ সেক্রেটারি, আইইউডি এবং নরমাল),চেয়ার (নরমাল এবং রিভোল্বিং),ফাইল কেবিনেট,স্টীল আলমারি, মেডিসিন রেক, ডিসপ্লে বোর্ড ইত্যাদি) এবং ক্লিনিক সামগ্রীর জন্য দরপত্র আহ্বান জানানো হয়েছে। নিম্নে দরপত্রের বিস্তারিত দেয়া গেল।

ক্রয়ের দরপত্র

এনজিও হেল্থ সার্ভিস ডেভেলপমেন্ট প্রজেক্ট (এনএইচএসডিপি)

সহযোগিতায়: পার্থ ফাইন্ডার ইন্টারন্যাশনাল

বাস্তবায়নে: গ্রীনহিল

তারিখ: ১১-০৮-২০১৬ 

ক্র:নং

আইটেমের নাম  

আইটেমের বিবরণ একক

একক মূল্য

মন্তব্য

অফিস যন্ত্রপাতি

 কম্পিউটার সামগ্রী,জেনারেটর  সোলার সিস্টেম।

          টি

 

ফার্ণিচার

টেবিল (হাফ সেক্রেটারি, আইইউডি এবং নরমাল), চেয়ার (নরমাল এবং রিভোল্বিং), ফাইল কেবিনেট, স্টীল আলমারি, মেডিসিন রেক, ডিসপ্লে বোর্ড ইত্যাদি।

          টি

 

ক্লিনিক সামগ্রী         

যাবতীয় বিবরন ও তথ্য অফিস হতে সংগ্রহ করতে হবে।

          টি

 

Note:           

মূল্য নির্ধারন: ট্রেড লাইসেন্স (ফটোকপি), ভ্যাট সার্টিফিকেট এবং আয়কর সনদপত্র (ফটোকপি) অত্র দরপত্রের সাথে সংযুক্ত করতে হবে।

মূল্য নির্ধারন: বর্ণিত পুর্ণাঙ্গ বিবরন অনুযায়ী সরবরাহকারীকে ভ্যাটের সমপরিমান অর্থের উপর ইউএসএআইডি কর্তৃক প্রদত্ত ভ্যাট কূপন গ্রহনে বাধ্য থাকিতে হইবে এবং অপরদিকে একক মূল্যের উপর নির্ধারিত ট্যাক্সসহ দর উল্লেখ করতে হবে।

দরপত্র/কোটেশন প্রদান: উক্ত দরপত্রটি/ কোটেশন আগামী ১৭ আগষ্ট ২০১৬ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে গ্রীনহিল, প্রধান কার্যালয়ে বিকাল ৫টার মধ্যে অফিসের ফ্রন্ট ডেস্ক শাখায় জমা দিতে হবে। দরপত্রের সাথে সর্বশেষ তিন মাসের ব্যাংক হিসাব প্রতিবেদন সংযুক্ত করতে হবে। সরবরাহে অভিজ্ঞতাসম্পন্ন ব্যাক্তি বা প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়া হবে।

পণ্য সরবরাহ ও সরবরাহের স্থান: সকল পণ্য/মালামাল  চালানের মাধ্যমে সম্পূর্ন ভাল অবস্থায় কার্যাদেশে উল্লেখ সাপেক্ষে সম্ভাব্য আগামী ১৭ আগষ্ট ২০১৬ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে গ্রীনহিল, ইন্দ্রানী হাউজ, চম্পকনগর, রাঙ্গামাটিসহ বাঘাইছড়ি, জুরাছড়ি, নানিয়ারচর, কাপ্তাই, রাজস্থলী, বিলাইছড়ি, বলকল, লংগদু উপজেলায় সরবরাহ করতে হবে। এবং সরবরাহের পূর্বে তার গুনগত মান সংস্থার প্রতিনিধি কর্তৃক যাচাই করা হবে। পন্যের গুনগতমান অবশ্যই উল্লেখ করতে হবে।

দরপত্র  কোটেশনের কার্যকারীতা: দরপত্রে উল্লেখিত সকল মূল্য আগামী ৩১ ডিসেম্বর ২০১৬ইং তারিখ পর্যন্ত কার্যকর থাকতে হবে।

বিল পরিশোধ: সকল বিল সরবরাহকারীর ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধ করা হবে। কার্যাদেশের অনুকুলে কোন প্রকার অগ্রীম প্রদান করা হবে না। তথাপি, অগ্রীম প্রদান আবশ্যক হলে তা কোটেশনে উল্লেখ করতে হবে।

মূল্য সংযোজন কর ও আয়কর: প্রত্যেক সংস্থা তার সরকারী বিধি অনুযায়ী উৎসে আয় কর ও মূল্য সংযোজন কর কর্তন করে থাকে। তবে, সরবরাহকারী কর্তৃক ইতোমধ্যে মূল্য সংযোজন কর পরিশোধ করা হয়ে থাকলে তার প্রমান দাখিল সাপেক্ষে মূল্য সংযোজন কর কর্তন করা হবে না।

বাধ্যবাধকতা: উল্লেখিত সংস্থা কোন প্রকার লিখিত পত্র ব্যতিত এই দরপত্র আহ্বান বা দরপত্র আংশিক/সর্ম্পূন গ্রহন/বর্জন/সংশোধন করার অধিকার সংরক্ষন করে থাকে।

বিস্তারিত তথ্যসহ পূর্ণাঙ্গ সিডিউল “গ্রীনহিল” প্রধান কার্যালয়, ইন্দ্রানী হাউজ, চম্পক নগর, রাঙ্গামাটি থেকে সংগ্রহ করা যাবে।

                                                   

             চেয়ারম্যান

                 জেনারেল ক্রয় কমিটি,গ্রীনহিল।

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ