খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নুরুল আজম, সাধারন সম্পাদক কানন আচার্য নির্বািচত হয়েছেন।
সম্প্রতি এ লক্ষে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এক সভা দৈনিক যায়যায় দিনের প্রতিনিধি সাংবাদিক রিপন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সকলের মতামতের ভিত্তিতে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন এর কমিটি গঠন করা হয়। এতে সভাপতি পদে নুরুল আজম (বিডি নিউজ ২৪ ডট কম ও এসএ টিভি), সাধারণ সম্পাদক পদে কানন আচার্য (মাছরাঙা টেলিভিশন)নির্বাচিত করে ১৪ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এছাড়া খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলায় প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন পত্রিকায় কর্মরত সাংবাদিকদের সদস্য পদে মনোনীত করা হয়েছে।
কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছে সহ-সভাপতি প্রদীপ চৌধুরী (চ্যানেল ২৪ ও দৈনিক সমকাল), সহ-সাধারণ সম্পাদক মংসাপ্রু মারমা (দেশ টিভি ও দৈনিক ভোরের কাগজ), সাংগঠনিক সম্পাদক রিপন সরকার (দৈনিক যায়যায় দিন), অর্থ সম্পাদক রফিকুল ইসলাম (দৈনিক আমাদের সময়), ক্রীড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক রূপায়ন তালুকদার (দৈনিক সকালের খবর), প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব তালুকদার (দৈনিক যোগাযোগ প্রতিদিন), কার্যনির্বাহী সদস্য সৈকত দেওয়ান (দৈনিক প্রথম আলো), দুলাল হোসেন (ডেইলি অবজারভার ও রাইজিংবিডি ডট কম), শংকর চৌধুরী (দৈনিক ভোরের পাতা ও ফোকাস বাংলা ডট কম), আল-মামুন (দৈনিক আজকালের খবর ও গ্লোবাল নিউজ ২৪ ডট কম), লিটন ভট্টাচার্য্য রানা (দৈনিক নতুন দিন), নুরুচ্ছাফা মানিক (এশিয়ান টিভি, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ ও বাংলা মেইল ২৪ ডট কম)।
সভায় সভায় পার্বত্য জেলায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা,সাংবাদিকতার মান উন্নয়ন,আন্তসম্পর্ক উন্নয়নে আলোচনা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.