আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলায় র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা হল রুমে কাপ্তাই উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর উদ্যোগে ও স্থানীয় উন্নয়ন সংস্থা গ্রীনহিল এর স্পীড প্রকল্পের মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় সহযোগিতায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সিটি চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নূর নাহার বেগম, গ্রীনহিল স্পীড প্রকল্পের উপজেলা প্রকল্প কর্মকর্তা দীপেন চাকমা ও সাংগ্রাই নির্বাহী পরিচালক রুবি চৌধুরী।
এর আগে একটি র্যালী বের করা হয়। এতে উপজেলা পর্যায়ে বিভিন্ন বিভাগের কর্মকর্তা, বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধি, নারী নেত্রী, সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
প্রধান অতিথি দিলদার হোসেন বলেন, নারীর কাজের গুরুত্ব ও আর্থিক মূল্যায়ন করা হলে নারীর অর্থনৈতিক ও সামাজিক অবস্থার আশানুরূপ পরিবর্তন আসবে। বাংলাদেশ সরকার জাতীয় অর্থনীতিতে নারীর কাজের অবদানকে স্বীকৃতি দিয়ে বিশ্বে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে পারে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.