আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে রাঙামাটির নানিয়ারচর উপজেলায় র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় গ্রীনহিল-স্পীড প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ মিঃ শক্তিমান চাকমা। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রন বিকাশ চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান কোয়ালিটি চাকমা। অনুষ্ঠানে সরকারী-বেসরকারী বিভিন্ন বিভাগের কর্মকতারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান নারী পুরুষের বৈষম্য না করে নারীর সমতা ও ক্ষমতায়ন করার বিষয়ে জোর দেন। কেননা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে নারীকে সকল বিষয়ের অধিকারী হতে হবে। তাই নারীকে প্রযুক্তি গত শিক্ষায় শিক্ষিত করে দেশ, জাতি ও সমাজ উন্নয়নে অগ্রনী ভূমিকায় অবর্তীন হতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.