রাঙামাটির বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীনহিল উদ্যোগে মঙ্গলবার কাপ্তাইয়ের ভাঙ্গামোড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় গ্রীনহিল উদ্যোগে স্পীড প্রকল্পের আওতায় আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রীন হিলের কর্মসূচী পরিচালক লাল ছোয়াক পাংখোয়া। বিশেষ অতিথি ছিলেন বিলাইছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়সেন তংচঙ্গ্যা এবং স্পীড প্রকল্পের একাউন্ট অফিসার প্রবীর কান্তি দে ।
স্পীড প্রকল্পের প্রকল্প কর্মকর্তা দীপেন চাকমার সঞ্চালনায় কম্বল বিতরনের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জীবক তংচঙ্গ্যা, বিদ্যালয়ের প্রধান শিক্ষিক লাল ময়লিয়ান পাংখোয়াসহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিবাবকরা।
প্রধান অতিথি বক্ত্যবে লাল ছোয়াক পাংখোয়া বলেন শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। যে জাতি যত বেশী শিক্ষিত সে জাতি তত উন্নত। ছাত্র-ছাত্রীরা যাতে শিক্ষার অনুকুল পরিবেশের মাধ্যমে শিক্ষার সুযোগ থেকে যেন বঞ্চিত না হয় সবাইকে দায়িত্ববোধ নিয়ে কাজ করার জন্য তিনি আহবান জানান ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.