সোমবার কাউখালীতে মাতৃভাষাভিত্তিক বহুভাষিক শিক্ষার প্রি-স্কুলসমূহকে টেকসইকরণে স্টেকহোল্ডারদের দক্ষতা উন্নয়নের লক্ষে আয়োজিত দুদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
কাউখালী উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাবে অনুষ্ঠিত সেভ দ্য চিলড্রেন এর আর্থিক ও কারিগরি সহায়তায় আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র কর্তৃক পরিচালিত “ শিশুর ক্ষমতায়ন প্রকল্প” আওতায় কর্মশালার প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস. এম. চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংসুইউ চৌধরী, কাউখালী উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিণয় চাকমা, সেভ দ্য চিলড্রেনের প্রকল্প ব্যবস্থাপক মিনাকি চাকমা, ঊর্ধ্বতন প্রকল্প কর্মকর্তা অনিতা সেন, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৈশিক চাকমা, আশিকার প্রকল্প সমন্বয়ক ও কর্মশালার সহায়ক ত্রিপন চাকমা।
কর্মশালায় অংশগ্রহনকারীদের টেকসইকরণ, মানসম্মত শিক্ষা বলতে, শিশুর প্রারম্ভিক শিক্ষা কেন মাতৃভাষা শেখা উচিত, টেকসইকরণে সম্পদ কি ও কোথায় হতে এর উৎস ইত্যাদি বিষয়ে ধারণা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এসএম চৌধুরী বলেন, শৈশবকাল থেকে শিশুরা নিজ পরিবারদের সাথে মাতৃভাষায় কথা বলতে বলতে হঠাৎ স্কুলে অন্য ভাষায় কথা বলা ও শিক্ষা গ্রহণ করা তাদের পক্ষে কঠিন হয়ে পড়ে। এ জন্য অনেক শিশুরাই শিশুকাল থেকেই ঝড়ে পরে। আশিকার এ ধরনরে উদ্দ্যেগে পার্বত্য পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশুরা শিক্ষার দিক দিয়ে আরো একধাপ এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.