সরকার ১৮ বছর ধরে পার্বত্য চুক্তি বাস্তবায়ন না করে মানবধিকার লংঘন করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. মিজানুর রহমান।
তিনি বলেন, সরকার পার্বত্যবাসীর সাথে সমস্যা সমাধানে লিখিত চুক্তি করেছে। এটা রাষ্ট্রের অঙ্গীকার। এ অঙ্গীকার থেকে পিছিয়ে আসাটা প্রতারনা।
মঙ্গলবার খাগড়াছড়িতে দুদিন ব্যাপী মানবধিকার সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা পরিষদ সন্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদেও মূখ্য নির্বাহী কর্মকতা মোঃ হাবিবুর রহমান। বক্তব্যে রাখেন খাগড়াছড়ি জেলা প্রশাসক আহম্মদ ওয়াহিদুজ্জামান, জাতীয় মানবধিকার কমিশনের সদস্য নিরুপা দেওয়ান, মানবধিকার কমিশনের কর্মকর্তা খান মোঃ রফিকুল ইসলাম ও উন্নয়ন কর্মী মথুরা বিকাশ ত্রিপুরা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.