• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    বিলাইছড়িতে ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপিত                    খাগড়াছড়ির অনন্য এক প্রাথমিক শিক্ষক রুপা মল্লিক,যাঁর পথচলার বাঁকে বাঁকে শ্রম আর সাফল্য                    পরবর্তী বাংলাদেশের এনসিপি নেতৃত্বে দেবে-হাসনাত আবদুল্লাহ                    রাঙামাটিতে তিন দিনের সাবাংগী মেলার উদ্বোধন                    চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা                    বিলাইছড়িতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন                    কাপ্তাই হ্রদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু                    কাউখালী বেতবুিনিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত                    রাঙামাটি রাজ বন বিহারে দুদিনের কঠিন চীবর দানোৎসব সম্পন্ন                    রাঙামাটির রাজবন বিহারে দুই দিনব্যাপী কঠিন চীবর দান উৎসব শুরু                    বৃহস্পতিবার থেকে দুদিন ব্যাপী শুরু হচ্ছে রাজ বনবিহারে ৪৯তম কঠিন চীবর দান                    রাঙামাটির সীমান্তবর্তী দুর্গম হরিণায় বিজিবির মানবিক সহায়তা                    বিলাইছড়িতে প্রকল্প পরিদর্শনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক                    বিলাইছড়িতে বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে ডিপিও                    বিলাইছড়িতে ২২ লিটার মদসহ আটক ১                    কাপ্তাই হ্রদ খননে পরিকল্পনা নেওয়া হবে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা                    রাঙামাটির বিএফডিসির বেহাল অবস্থায় দেখে হতাশা প্রকাশ মৎস্য উপদেষ্টার                    জুরাছড়ির ধামাইপাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন                    কাউখালীতে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপায় নিহত ১: আহত ১                    
 
ads

বান্দরবান সিভিল সার্জনকে সর্বহারা নেতা পরিচয়ে চাঁদা দাবী

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Nov 2015   Monday

সোমবার বান্দরবান সিভিল সার্জনকে সর্বহারা নেতা পরিচয়ে ২০ লক্ষ টাকা চাঁদা দাবী করে হুমকি দিয়েছে।

বান্দরবান সিভিল সার্জন(ভারপ্রাপ্ত) ডা. উদয় শংকর চাকমা সাংবাদিকদের জানান, সোমবার বেলা ১২টার দিকে সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে জেলা সাংবাদিক ওরিয়েন্টশন কর্মশালা চলছিল। এসময় ০১৬২৫২৫৪৬০২ নাম্বার থেকে সিভিল সার্জনকে  ফোন দিয়ে নিজেকে সর্বহারা পার্টির প্রধান মেজর জিয়া উদ্দিন পরিচয় দিয়ে বলা হয় সারা দেশের কারাগারে তাদের অনেক নেতাকর্মী বন্দি রয়েছে। তাদের মুক্ত করতে  ২ কোটি টাকার প্রয়োজন। বান্দরবান কারাগারে তাদের অনেক নেতাকর্মী বন্দি রয়েছে। তাদের মুক্ত করতে অনেক টাকা প্রয়োজন। সুতরাং  ২০ লক্ষ টাকা চাঁদা ধার্য্য করা হয়েছে। এ টাকা কখন দিতে পারবেন সিভিল সার্জনকে এখনই বলতে হবে। এসময় সিভিল সার্জন চাঁদা দেয়ার বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করার পর জানানো হবে বলে ফোন কেটে দেন।

সিভিল সার্জন আরও বলেন,এ ঘটনার পর থেকে নিজের মধ্যে অজানা আতংক অনুভব করছেন। ঘটনাটি আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে অবগত করা হবে বলে তিনি জানান।

এদিকে একই ব্যক্তি একই নাম্বার থেকে ফোন দিয়ে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবী করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নতুন করে ব্যবসায়ীসহ স্থানীয় বাসিন্দাদের মনে আতংক দেখা দিয়েছে।

বান্দরবান বাজারের বাসন্তি এন্টারপ্রাইজের স্বত্তাধীকারী উত্তম কুমার দাশ জানান, রোববার রাত ৯টায় এবং সোমবার বেলা ১১টায় দুই দফা ০১৬২৫২৫৪৬০২ নাম্বার থেকে ফোন দিয়ে নিজেকে সর্বহারা পার্টির প্রধান মেজর জিয়া উদ্দিন পরিচয় দিয়ে বলে, সারা দেশের কারাগারে তাদের অনেক নেতা কর্মী বন্দি রয়েছে। তাদের মুক্ত করতে অনেক টাকার প্রয়োজন। সুতরাং আমার দলের কিছু ছেলে আপনার দোকানে যাবে তাদের সহযোগীতা করতে হবে। এসময় তিনি চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করেন। তিনি আরও বলেন,বাজারে এবং দোকানের আশে পাশে সর্বহারা পার্টির গুপ্ত চর রয়েছে। তারা বিভিন্ন ধনী ব্যক্তি এবং সরকারী কর্মকর্তাসহ বিভিন্ন ব্যক্তির নাম গুরুত্বপুর্ন তথ্যসহ মোবাইল নাম্বার সংগ্রহ করে এসব সন্ত্রাসীদের কাছে পৌছে দিচ্ছে। এঘটনায় জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তিনি জানান।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ রফিক উল্যাহ সাংবাদিকের জানান,সর্বাহারা পার্টির পরিচয় দিয়ে চাঁদা দাবী করার ঘটনায় এখনো পর্যন্ত কোন ব্যক্তি থানায় অভিযোগ করেননি। যদি কেউ অভিযোগ করে তাহলে তদন্ত পুর্বক ব্যবস্থা নেয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ