• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
ডাকসু নবনির্বাচিত জিএস ফরহাদ রাঙামাটিরই আলোকিত সন্তান                    ভিপি সাদিক খাগড়াছড়িতে বেড়ে উঠা এক আলোকিত তরুন                    রাবিপ্রবিতে ষ্টার্টআপ এন্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ফর ইয়থ বিষয়ক সেমিনার                    আশিকা দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে অফিস ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা                    রাঙামাটিতে সিপিবি’র নেতৃত্বে সমীর ও অনুপম                    পাহাড়ে জীববৈচিত্র্য পুনঃস্থাপন ও সম্প্রদায়ের বাস্তুতন্ত্র সংরক্ষনে ১২ কোটি টাকার প্রকল্প গ্রহন                    বিলাইছড়িতে তথ্য অফিস কর্তৃক নারী সমাবেশ                    রাঙামাটিতে কলা গাছের আঁশের স্যানিটারি ন্যাপকিনের প্রদর্শনী ও উদ্বোধন                    রাঙামাটিতে পুষ্টি পরিষেবার ঘাটতি পূরণে জন্য স্থানীয় লাইন বিভাগের সাথে সভা                    রাঙামাটিতে দুই বান্ধবীর একসাথে বিষপানে একজনের মৃত্যু,আরেকজন গুরুত্বর অসুস্থ                    রাঙামাটিতে সেনা অভিযানে জেএসএসের সশস্ত্র সদস্য আটক, অস্ত্র উদ্ধার                    রাঙামাটিতে সনাকের বলপিয়ে আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসিজি’র গ্রুপ গঠন                    রাঙামাটিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত                    জীববৈচিত্র্য পরিবেশগত ভারসাম্য রক্ষায় সবুজায়নের খাগড়াছড়িতে চারা বিতরণ                    রামগড়ে মা-মেয়েকে গলা কেটে হত্যা                    অনিয়মের অভিযোগে রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশলে দুদকের অভিযান                    প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারী সেবা সম্পর্কে অবহিত করতে গণ সংলাপ                    ভ্যান্ডর তালিকাভুক্তিকরণ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি                    রাজস্থলীর মিতিঙ্গাছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা                    কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাটে ফের পানি ছাড়া হচ্ছে                    
 
ads

রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা দিল বরকলবাসী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Oct 2015   Saturday

শনিবার বরকলে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা দেয়া হয়েছে।

বরকল উপজেলাবাসীর আয়োজনে শুবলং বাজারে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপি ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। গণসংবর্ধনা কমিটির আহ্বায়ক ও ১নং সুবলং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুশান্ত ময় চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, পরিষদের সদস্য সাধন মনি চাকমা, সবির কুমার চাকমা, স্মৃতি বিকাশ ত্রিপুরা, জ্ঞানেন্দু বিকাশ চাকমা প্রমুখ। বক্তব্যে দেন, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সন্তোষ চাকমা, বণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক অভয় প্রকাশ চাকমা, বরকল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেনং রাখাইন, বরকল যুবলীগ নেতা অর্জুন চন্দ্র অধিকারী, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অমল চাকমা। স্বাগত বক্তব্য দেন গণসংবর্ধনা কমিটির সদস্য সচিব ও সুবলং বাজার কমিটির সভাপতি সুজন কুমার শীল। অনুষ্ঠান পরিচালনা করেন, সাবেক জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান। অনুষ্ঠানে বরকল উপজেলাবাসীর পক্ষে থেকে দীপংকর তালুকদার, জেলা পরিষদ চেযারম্যান বৃষকেতৃ চাকমাসহ পরিষদের সদস্যদের সম্মাননা ক্রেষ্ট তুলে দেন সংবর্ধনা কমিটি।

প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার বলেন,পার্বত্য অঞ্চলের পর্যটন বিভাগকে ধংস করার লক্ষ্যে পর্যটকদের অপহরন করছে একটি বিশেষ মহল। এর ফলে এ অঞ্চলের পর্যটন শিল্পের সাথে জড়িত ব্যক্তিদের অর্থনৈতিকভাবে ক্ষতি করার পাশাপাশি সাম্প্রদায়িক দাঙ্গা বাজানোই তাদের উদ্দেশ্য। তিনি আরও বলেন, সম্প্রতি পার্বত্য বান্দরবান জেলায় পর্যটক অপহরনের ফলে তিন পার্বত্য জেলায় পর্যটক আগমন অনেকাংশে কমে গেছে। সন্ত্রাসী, চাঁদাবাজি, অপহরণ ও অবৈধ অস্ত্রের ব্যবসা করে পার্বত্য অঞ্চলে সন্ত্রাসীদের অভয়াশ্রম হিসেবে গড়ে তুলতে চাইছে এই মহলটি। তিনি বলেন, সন্ত্রাসীদের কোন জাত নেই ধর্ম নেই। বর্ন ধর্ম ভেদাভেদ ভুলে আমাদের সকলের এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের ন্যয় তার সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাও পার্বত্য বাসির প্রতি আন্তরিক। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। পার্বত্য চট্টগ্রামে যখন আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর অস্ত্রের ঝনঝনানি, সন্ত্রাসী, চাঁদাবাজি অপহরন দিন দিন বৃদ্ধি পাচ্ছিল তখন তিনি পার্বত্য অঞ্চলের সকল জাতির কল্যাণে ১৯৯৭ সালে শান্তি চুক্তি করেছেন এবং তা পর্যায়ক্রমে বাস্তবায়নও করছেন। তিনি এ জেলার প্রতিটি ধর্মের মানুষের কল্যানে মসজিদ. মন্দির, বৌদ্ধ বিহার, গীর্জা নির্মান করে দেওয়ার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি যোগাযোগসহ বিভিন্ন উন্নয়ন করেই যাচ্ছে। এর দৃষ্টান্ত হচ্ছে এই উপজেলার ধনমিয়া ফকিরের মাজারে যাতায়াতের জন্য একটি ব্রীজ, মিতিঙ্গা ছড়িতে ২৫লক্ষ টাকা ব্যয়ে বৌদ্ধ বিহার নির্মাণ, হিন্দু ধর্মালম্বীদের মন্দির এবং মসজিদ সংস্কার করে দিয়েছে। যা অন্য কোন সরকার করে দেইনি। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার সবসময় দেশের মানুষের কল্যান চাই বলে আমরা বিভিন্ন জায়গায় প্রতিশ্রুতি দিয়ে থাকি এবং তা পূরণ করতে পারি।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, সকল সম্প্রদায়ের সমন্বয়ে ১৫সদস্য বিশিষ্ট পার্বত্য জেলা পরিষদ পূর্নগঠন করা হয়েছে পার্বত্য বাসীর কল্যানের কথা ভেবেই। তিনি বলেন, জেলার শিক্ষার উন্নয়নে আগামীতে যে সমস্ত বিদ্যালয়ে বিদ্যুৎ নেই সে সমস্ত বিদ্যালয়ে পর্যায়ক্রমে সোলার প্যানেল বিতরণ করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ