• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাবিপ্রবিতে ষ্টার্টআপ এন্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ফর ইয়থ বিষয়ক সেমিনার                    রাবিপ্রবিতে অফিস ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা                    রাঙামাটিতে সিপিবি’র নেতৃত্বে সমীর ও অনুপম                    পাহাড়ে জীববৈচিত্র্য পুনঃস্থাপন ও সম্প্রদায়ের বাস্তুতন্ত্র সংরক্ষনে ১২ কোটি টাকার প্রকল্প গ্রহন                    বিলাইছড়িতে তথ্য অফিস কর্তৃক নারী সমাবেশ                    রাঙামাটিতে কলা গাছের আঁশের স্যানিটারি ন্যাপকিনের প্রদর্শনী ও উদ্বোধন                    রাঙামাটিতে পুষ্টি পরিষেবার ঘাটতি পূরণে জন্য স্থানীয় লাইন বিভাগের সাথে সভা                    রাঙামাটিতে দুই বান্ধবীর একসাথে বিষপানে একজনের মৃত্যু,আরেকজন গুরুত্বর অসুস্থ                    রাঙামাটিতে সেনা অভিযানে জেএসএসের সশস্ত্র সদস্য আটক, অস্ত্র উদ্ধার                    রাঙামাটিতে সনাকের বলপিয়ে আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসিজি’র গ্রুপ গঠন                    রাঙামাটিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত                    জীববৈচিত্র্য পরিবেশগত ভারসাম্য রক্ষায় সবুজায়নের খাগড়াছড়িতে চারা বিতরণ                    রামগড়ে মা-মেয়েকে গলা কেটে হত্যা                    অনিয়মের অভিযোগে রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশলে দুদকের অভিযান                    প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারী সেবা সম্পর্কে অবহিত করতে গণ সংলাপ                    ভ্যান্ডর তালিকাভুক্তিকরণ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি                    রাজস্থলীর মিতিঙ্গাছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা                    কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাটে ফের পানি ছাড়া হচ্ছে                    রাঙামাটিতে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের প্রথম আলোর সংবর্ধনা                    সাজেক পর্যটনে অগ্নিকান্ডে ঘটনার ছয় মাস পর কটেজ-রিসোর্ট স্থাপনা নির্মাণে লাইন্সে প্রদান                    কাউখালীতে আগুনে ক্ষতিগ্রস্ত দিনমজুরকে নতুন ঘর দিল সেনাবাহিনী                    
 
ads

আলীকদমে নির্যাতনের শিকার কিশোরীর আইনি ও মানবিক সাহায্যার্থে গ্রীনহীলের সংবাদ সম্মেলন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Sep 2015   Tuesday

আলীকদম উপজেলার নয়াপাড়ায়  নির্যাতনের শিকার এক কিশোরীর আইনি ও মানবিক সাহায্যার্থে বেসরকারী উন্নয়ন গ্রীনহীলের উদ্যোগে  সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। 

গ্রীন হিলের শিখা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আইনজীবি আহমেদ তাসনিম আলমের প্রেরিত এক প্রেস বার্তায় বলা হয়, গ্রীন হিলের শিখা প্রকল্পের আয়োজনে  রোববার সংবাদ সম্মেলনে গ্রীন হিল শিখা প্রকল্পের পক্ষে উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক আইনজীবি আহমেদ তাসনিম আলম, কার্যক্রম সমন্বয়কারী রিকো খীসা এবং সমন্বয়কারী কুশল চাকমা।

সংবাদ সন্মেলনে বলা হয়, পঞ্চম শ্রেণীতে পড়ুয়া মেয়েটি (১৪)বাবা মারা যাওয়ার পর একমাত্র অভিভাবক দিনমজুর মা ছিরলুক বেগম (৪২) এর সাথে আপন মামাতো ভাই  নির্যাতনকারী শামশুল আলম (৩৫) এর বাড়ীতে বসবাস করে আসছিল। তার মাকে রোজগারের জন্য সারাদিন বাড়ীর বাইরে থাকতে হয়। এ সুযোগে একদিন নির্যাতনকারী শামশুল আলম ২০১৩ সালে ডিসেম্বর মাসের সন্ধ্যা বেলা মেয়েটিকে একা পেয়ে নির্যাতন করে। এভাবে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মেয়েটিকে কয়েকদফা নির্যাতন চালায়। পরবর্তীতে মেয়েটি অন্তঃস্বত্তা হওয়ার খবর জানাজানি হলে মা-মেয়ে উভয়কে নির্যাতনকারীর নিজ বাড়ী থেকে বের করে দিলে বসত ভিটাহীন অসহায় মেয়েটির আশ্রয় হয় জনৈক ব্যক্তির গোয়াল ঘরে।

সংবাদ সন্মেলনে আরও বলা হয়, ছাত্রীটির মা অনেক তদবিরের পর আলীকদম থানায় ধর্ষক শামশুল আলমকে আসামী করে একটি মামলা দায়ের করেন। ২৫ এপ্রিল আলীকদম থানায় করেন(মামলা নং-৮।। মামলা দায়ের করার পরও অভিযুক্ত আসামীকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়নি।পরবর্তীতে ২৫ আগষ্ট স্কুল ছাত্রীটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি ছেলে শিশুর জন্ম দেয়। তাছাড়া পুলিশ কর্র্তৃক বিজ্ঞ আদালতে চার্জশীট(নং-৩৯, তাং-০৭/০৯/২০১৪) প্রদান করলেও এখনো পর্যন্ত কোন সুরাহা হয়নি। বর্তমানে স্কুল ছাত্রীটির দিনমজুর মা কাজ করতেও অক্ষম। ছাত্রীটি তার মায়ের সাথে অর্ধাহারে অনাহারে কোলের শিশুটিকে নিয়ে অত্যন্ত মানবেতর জীবন-যাবন করছে। তাদের থাকার জন্য নিজস্ব কোন বাড়ী না থাকায় এখন নয়াপাড়া গ্রামের দিনমজুর রফিকুল ইসলামের বাড়ীতে কোনরকমে আশ্রিতা হিসাবে রয়েছেন। এদিকে অন্তঃস্বত্তা ও সন্তান প্রসবের পর ছাত্রীটির পড়ালেখাও ইতি ঘটেছে। থানায় মামলা হলেও পরবর্তী আইনি কার্যক্রম চালাতে তারা অক্ষম।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আয়োজকরা জানান,চার্জশীট আদালত কর্তৃক গৃহীত হওয়ার পর নির্যাতিত ছাত্রীটিকে ডিলাক এর প্যানেল আইনজীবির মাধ্যমে বিচারিক আদালতে আইনি সহায়তা প্রদান করা হবে। এছাড়া উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে আশ্রয়ন প্রকল্পের আওতায় নির্যাতিত পরিবারকে আবাসন সুবিধা দেওয়ার সুপারিশ করা হবে। পাশাপাশি গ্রীন হিল শিখা প্রকল্পের পক্ষ থেকে মানবিক সাহায্যার্থে এককালীন কিছু পরিমাণ অর্থও প্রদান করা হবে বলে আয়োজকরা জানান।

সংবাদ সন্মেলনে স্কুলছাত্রীর ন্যায় বিচার প্রাপ্তিতে ও মানবিক সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেওয়ার জন্য স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, মিডিয়া, জনপ্রতিনিধি ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নিকট আবেদন জানানো হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ