সোমবার রাঙামাটিতে বেসরকারী উন্নয়ন সংন্থা গ্রীন হিল ‘শিখা’ প্রকল্পের উদ্যোগে লংগদু ও আলীকদম উপজেলা এবং প্রকল্পের প্রধান কার্যালয়ের স্টাফদের অংশগ্রহনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জেলা ক্রীড়া সংস্থা (ডিএসএ) কনফারেন্স রুমে আয়োজিত আবাসিক প্রশিক্ষণটি উদ্বোধন করেন গ্রীন হিলের কর্মসূচী পরিচালক যতন কুমার দেওয়ান। প্রশিক্ষণের মূল ফ্যাসিলিটেটর ছিলেন প্রকল্পের কর্মসূচী ব্যবস্থাপক এ্যাডভোকেট আহমেদ তাসনিম আলম এবং সহকারী সহায়তাকারী হিসেবে প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর (ট্রেনিং এন্ড ডকুমেন্টেশন) বাবু রিকো খীসা। প্রশিক্ষণে মোট ২০ জন প্রকল্পের স্টাফ অংশগ্রহণ করেন।
এছাড়া প্রশিক্ষণে ফ্যাসিলিটেটর হিেেসবে উপস্থিত ছিলেন দৈনিক সমকালের রাঙামাটি অফিসের স্টাফ রিপোর্টার সত্রং চাকমা। তিনি মূলত ফ্যাক্ট ফাইন্ডিং কার্যক্রম পরিচালনায় একজন সাংবাদিকের ভূমিকা এবং সংবাদপত্র ও সাংবাদিকতার বিভিন্ন গঠনমূলক দিক সম্পর্কে আলোকপাত করেন। এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হচ্ছে ‘অংশগ্রহণকারীদের মানবাধিকার বিষয়ক সত্যানুসন্ধান সম্পর্কে দক্ষতা বৃদ্ধিকরণের মাধ্যমে আইন সহায়তা কর্মসূচী বাস্তবায়নে সহায়তা করা’।
অনুষ্ঠানে উদ্বোধক ও গ্রীন হিলের কর্মসূচী পরিচালক যতন কুমার দেওয়ান প্রশিক্ষণের সফলতা কামনা করে প্রকল্পের লক্ষ্য সঠিকভাবে অর্জন করতে এবং প্রকল্পের মাধ্যমে যাতে গ্রামীন দরিদ্র ও অবহেলিত জনগোষ্ঠী ন্যায়বিচার পায় তার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, আইনী সহায়তামূলক এই শিখা(সাসটেইনিং হিউমেনেটারিয়েন ইনিশিয়েটিভ থ্রু নলেজ, সোশ্যাল হারমোনী এন্ড একাউন্টেবিলিটি) প্রকল্পটি যুক্তরাজ্য সরকারের অর্থায়নে পরিচালিত এবং ম্যাক্সওয়েল ষ্ট্যাম্প (পিএলসি), বৃটিশ কাউন্সিল ও সেন্টার ফর এফেকটিভ ডিসপিউট রেজুলেশন (সিইডিআর) এবং কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস (সিএলএস) কর্মসূচীর আওতায় বান্দরবান জেলার আলীকদম ও রাঙামাটি জেলার লংগদু উপজেলায় গ্রীন হিল কর্তৃক বাস্তবায়িত হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.