রাঙামাটি সুপারবোট সার্ভিস কর্তৃক নির্মিত হাউজবোট ও সোলার চালিত ইলেট্রিক বোট পরিদর্শন করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
শনিবার সকালে শহরের আসামবস্তীতে পরিদর্শনকালে চেয়ারম্যান স্থানীয় তরুন উদ্যোক্তাদের এই উদ্ভাবনীমূলক উদ্যোগকে স্বাগত জানান। এসময় তিনি আশা প্রকাশ করেন সোলার চালিত ইলেট্রিক বোটগুলি কাপ্তাই হ্রদের দূষণরোধ এবং হাউজবোটগুলি পর্যটনশিল্প বিকাশে অবদান বিশেষ অবদান রাখবে।
উল্লেখ্য, স্থানীয়ভাবে নির্মিত এই বোটগুলি কাপ্তাই হ্রদের অগভীর জলে চলাচলে উপযোগি, পরিবেশবান্ধব এবং জ¦ালানী সাশ্রয়ী।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.