মঙ্গলবার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং বালিকা উচ্চ বিদ্যালয় নবীবদের বরন এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও বার্ষিক পুরস্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আলী হোসেন এর সভাপতিত্বে,প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মারিশ্যা জোন কমান্ডার ২৭ বিজিবর লেঃ কর্নেল মাহবুবুল ইসলাম।বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নুর মোহাম্মদ, পৌর বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দীন বাবু , কাচালংসরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন, ওসি তদান্ত মোঃ জাহাঙ্গীর অালম , সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর মোছা অায়শা বেগম । অনুষ্ঠোনে বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী, অবিভাবকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্হিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিদ্যালয়ের ছাত্রীদের তৈরি বিভিন্ন স্টল ঘুরে দেখেন,এবং ছাত্রীদের কুচকাওয়াজ অনুষ্ঠানের ছালাম গ্রহন করেন।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মারিশ্যা জোন কমান্ডার ২৭ বিজিবর লেঃ কর্নেল মাহবুবুল ইসলামতিনি বক্তব্য উপস্থিত ছাত্রীদের বিভিন্ন দিক নির্দেশনামুলক উপদেশ প্রদান করে বলেন,তোমরা আগামি দিনের ভবিষ্যৎ তোমরা দেশ গড়ার কারীগর,তোমাদের কাছ থেকে জাতি অনেক কিছু আশা করে বাংলাদেশের বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মহিলা, শিক্ষা মন্ত্রী মহিলা এবং সংসদের স্পীকারও মহিলা তাই তোমরাও আগামি দিনে এই অনুপ্রেরনায় উচ্চ শিক্ষিত হয়ে এগিয়ে যাবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.