বরকল সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের ৩০তম এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ শনিবার বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাজিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অথিতি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা। আলোচনা সভায় উপজেলা নারী ভাইস চেয়ারম্যান শকুন্তলা চাকমা বরকল মডেল থানার ওসি তদন্ত মোঃ নুর হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপার ভাইজার মোঃ তানভীর আহম্মদ উপজেলা প্রেস ক্লাব সভাপতি পুলিন বিহারী চাকমা বড়হরিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিলাময় চাকমা সাবেক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শ্যাম রতন চাকমা বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা বিদায়ী ও নবীন ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যই উপদেশ মূলক বক্তব্য রাখেন। এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির অন্যান্য সদস্য সদস্যা এলাকার গন্যমান্য ব্যাক্তি অভিবাবক ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় নবীন ছাত্র ছাত্রীদের বরন ও বিদায়ী ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।