খাগড়াছড়িতে শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও খাগড়াছড়ির উন্নয়ন কমিটির আহŸায়ক বঙ্গমিত্র চাকমা।
শনিবার সকালে কমলছড়ি নিজ বাড়ীর উঠানে এ শীত বস্ত্র বিতরণ করেন তিনি। কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের আবাসিক ভাবে অবস্থানরত অসহায় শিক্ষার্থীসহ কমলছড়ি ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠান ও অসহায়দের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করেন।
বেতছড়ি মুখ পাড়ার স্বপ্ন প্রতিবন্ধী সংগঠনের প্রতিষ্ঠাতা কিশোর চাকমা এ প্রতিবেদককে বলে বঙ্গমিত্র চাকমা একজন সমাজ সেবক বর্তমানে পার্বত্য জেলা পরিষদের সদস্য এর আগেও তিনি আমাদেরকে বিভিন্ন ভাবে সহযোগীতা করে আসছেন। এই প্রছন্দ শীতে আজ আবার আমাদের কম্বল দিলেন এতে আমি খুশি। তিনি এই জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়া তেতুলতলা বাংলাদেশ ট্রাইবেল এসোসিয়েশন অফ ব্যাপ্টিস্ট চার্চ এর সদস্য কিরন চাকমাও বলেন এই শীতে তাদের আবাসিক শিক্ষার্থীদের জন্য এই শীতের কম্বল পেয়ে তার উপকৃত হয়েছেন।
কমলছড়ি ইউনিয়নের তিনি বিভিন্ন প্রতিষ্ঠান ও অসহায়দের মাঝে শতাধিক কম্বল বিতরণ করেন।
বিতরণের সময় বঙ্গমিত্র চাকমা বলেন আমি সমাজ, এলাকার উন্নয়ন ও অসহায়দের জন্য কাজ কাজ করতে চাই। শুধু এই শীত বস্ত্র বিতরণ নয় ,আমি পরিষদ থেকে যতটুকু বরাদ্দ পাবো ততটুকু দিয়ে যতদুর পারি সহযোগীতা করবো। আমার কাছে সবাই সমান অধিকার পাবেন।
---হিলবিডি২৪/সম্পদনা/এ,ই