পাহাড়ের শিক্ষার বাতিঘর মোনঘরকে আরো দেশ-বিদেশের কাছে পরিচিতি করতে ও শিক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ উন্নত শিখরে এগিয়ে নিতে অঙ্গিকার ব্যক্ত করে প্রতিষ্ঠানটির দুদিন ব্যাপী সূবর্ণ জয়ন্তী উৎসবের নবীন-প্রবীনদের মিলন মেলা শনিবার সাঙ্গ হয়েছে।
মোনঘর মাঠে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। জাতীয় মানবধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শওকত ওসমান, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, জেলা পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন। বক্তব্য দেন মোনঘর পরিচালনা পর্যদের সাধারন সম্পাদক কীর্তিনিশান চাকমা।
সকালের অধিবেশনে মোনঘর পরিচালনা পর্যদের সহ-ভাপতি বাঞ্চিতা চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার ও সন্মানিত অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান রিপন চাকমা। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুদিন ব্যাপী সূবর্ণ জয়ন্তী উৎসবে মোনঘরের প্রাক্তন তিন হাজারেরও অধিক শিক্ষার্থী অংশ নিয়েছেন। এছাড়া এ সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে ফ্রান্সের দাতা সংস্থা পারটেসের অন্যতম সমন্বয়ক পিয়ারে মারচেন্টসহ কয়েকজন বিদেশী অতিথি এ মিলন মেলায় অংশ নিয়েছেন। দুদিনব্যাপী মিলন মেলায় উজ্জীবিত হয়ে প্রবীন শিক্ষার্থীরা তাদের স্বপ্নের মোনঘরকে শিক্ষার ক্ষেত্রে আরো উন্নত শিখরে পৌছাতে যেকেনো ধরনের সহযোগিতার অঙ্গিকার ব্যক্ত করেছেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের শিক্ষার ক্ষেত্রে মোনঘর অবদান রেখে চলেছে। যা এ অঞ্চলে কোথাও নেই। তাই মোনঘরের মতো এ ধরনের প্রতিষ্ঠান বান্দরবান ও খাগড়াছড়িতে প্রতিষ্ঠা করার চিন্তাভাবনা রয়েছে। যা পার্বত্য চট্টগ্রামে মানসম্পন্ন শিক্ষা গড়ে উঠবে।
তিনি আরো বলেন, অর্ন্তবর্তীকালীন সরকার পরিবর্তনের সরকার। সরকারকে গুরুত্বসহকারে দেখে সরকারের সাথে থাকতে হবে। তাছাড়া আমাদেরকে মেইন ষ্ট্রিমে সাথে ইনক্লুসিপ হয়ে এক সাথে এগিয়ে যেতে হবে। সমস্ত ভেদাভেদকে ভুলে গিয়ে যেনো এই দেশ, এই জাতি আমাদের সবাইয়ের মনে করি। তিনি দায়িত্ব গ্রহনের পর থেকে পার্বাত্য চট্টগ্রামে জীবনমান উন্নয়নের লক্ষে মানসম্পন্ন শিক্ষা,পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন বলে জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.