বৃহস্পতিবার রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের বটতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর লক্ষে শিক্ষাথীদের মাঝে ফ্লাক্স ও টিফিন বক্স বিতরণ করা হয়েছে।
স্কুল এ্যাফেকটিভনেস মডেল প্রকল্পের আওতায় বিদ্যালয় হল রুমে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৬নং বালুখালী ইউপি চেয়ারম্যান বিজয়গিরি চাকমা।
বিদ্যারয় পরিচালনা কমিটির সভাপতি রুপক চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা, জয়সেন চাকমা ও চম্পা চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বটতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাসান উদ্দীন। এসময় বালুখালী ইউপি’র প্যানেল মেয়র মনিক্যা চাকমা, ১ নং ওয়ার্ড মেম্বার মঙ্গল ধন চাকমা, ৩নং ওয়ার্ড মেম্বার প্রদীপ চাকমা, ৯নং ওয়ার্ড মেম্বার অমনি চাকমা, ৬নং ওয়ার্ড মেম্বার সুমেধ চাকমা, মহিলা কারবারী মিথিলা মারমাসহ স্থাণীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পানি ফ্লাক্স ও টিফিন বক্স বিতরণ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.