এই এসএসসি ও সমমানের পরীক্ষায় রাঙামাটি জেলার মধ্যে ফলাফলের দিক দিয়ে শ্রেষ্ঠ স্হান ধরে রেখেছেন কাপ্তাই নৌ বাহিনী স্কুল।
এই বছর এই বিদ্যালয় থেকে সর্বমোট ৭৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সকলেই পাশ করেছে, তৎমধ্য জিপিএ-৫ পেয়েছে ৪৮ জন শিক্ষার্থী। এবার রাঙামাটি জেলার মধ্যে শতভাগ পাশের তালিকায় রয়েছে এই বিদ্যালয়টি এবং জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও জেলার মধ্যে সর্বোচ্চ জিপিএ-৫ অর্জনকারী স্বনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির অর্জিত এই ফলাফলে অভিনন্দন জানিয়েছেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ।
এদিকে কাপ্তাই নৌ বাহিনী স্কুলের প্রধান শিক্ষক এম জাহাঙ্গীর আলম তাঁর প্রতিক্রিয়ায় জানান, বিএন শহীদ মোয়াজ্জম ঘাঁটির কমান্ডিং অফিসার এর পৃষ্ঠপোষকতায়,অধ্যক্ষ এর দিকনির্দেশনায়,শিক্ষকমন্ডলীর আন্তরিকতায় এবং অভিভাবক ও শিক্ষার্থীদের সহযোগীতায় এই ফলাফল অর্জন হওয়া সম্ভব হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.