রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব-বিদ্যালয়ের(রাবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা’কে দ্বিতীয় মেয়াদে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মোঃ আবদুল হামিদ। আগামী চার বছরের জন্য তাকে এই নিয়োগ দেয়া হয়েছে।
গেল ১ ফেব্রুয়ারী শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের যুগ্ন সচিব শাহনাজ সামাদের স্বাক্ষরিত প্রজ্ঞাপণে এক কথা জানানো হয়েছে।
প্রজ্ঞাপণে বলা হয়েছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব-বিদ্যালয়ের(রাবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমাকে দ্বিতীয় মেয়াদে পুনঃ নিয়োগ প্রদান করেছেন রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মোঃ আবদুল হামিদ। রাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর হিসেবে তার মেয়াদ হবে চার বছর। তবে রাষ্ট্রপতি মনে করলে নির্ধারিত সময় শেষ হওয়ার পূর্বে তাকে ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারেন। তিনি ভাইস-চ্যান্সেলর হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্বক্ষনিক অবস্থান করবেন এবং নিয়োগের আদেশ যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.