খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ১নং লোগাং ইউনিয়ন মেধাবী শিক্ষা বৃত্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
লোগাং ইউপি অফিস সূত্রে জানা যায়, ১নং লোগাং ইউনিয়ন পরিষদের উদ্যোগে লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত পরীক্ষায় ১৪টি বিদ্যালয়ের ১০৮জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে। এদের মধ্যে তৃতীয় শ্রেণির ৫৩জন আর ৪র্থ শ্রেণির ৫৫জন। প্রতি শ্রেণি থেকে ১০জন মেধাবী শিক্ষার্থী এ বৃত্তি দেওয়া হবে। এছাড়াও এ ইউনিয়নের জিপিএ পাওয়া শিক্ষার্থীরা এ বৃত্তি পাবে। কয়েক দিনের মধ্যে এ ফলাফল প্রকাশ করা হবে। মেধাবী শিক্ষার্থীদেরকে স্মারক, সনদ পত্রসহ বৃত্তি দেওয়া হবে।
লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আশাধন চাকমা ও মিলন সাহা বলেন, লোগাং ইউপি চেয়ারম্যানের এ উদ্যোগ খুবই প্রশংসনীয়। এতে শিক্ষাথীদের মাঝে শিক্ষার প্রতিযোগিতা সৃষ্টি হবে এবং লোখাপড়ায় আগ্রহী হবে।
ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা জানান-এলাকার শিক্ষার্থীদেরকে পড়াশুনায় আগ্রহী করার লক্ষে এবং এলাকাকে শিক্ষার আলোয় আলোকিত করার লক্ষে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ বৃত্তি ধারাবাহিকভাবে দেওয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.