রাঙামাটিতে পাহাড় ধসে আশ্রয় কেন্দ্রে আশ্রিত শিশুদের মাঝে সোমবার শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
এনজিও সংস্থ ব্র্যাকের উদ্যোগে রাঙামাটি সরকারী কলেজে আশ্রয় কেন্দ্রে আশ্রিত ৪৫ জন শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান। এসময় রাঙামাটি সরকারি কলেজের উপাধ্যক্ষ বিধান চন্দ্র বড়–য়া, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, ব্যাকের রিজিউনাল ম্যানেজার অমিয়দর্শী চাকমা, ব্র্যাকের জেলা প্রতিনিধি সমীর কুমার কুন্ড প্রমুখ।
বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, আশ্রয় কেন্দ্রে আশ্রিত শিশুদের যাতে লেখা-পড়ার কোন সমস্যা না ঘটে সেদিকে সব সময় খেয়াল রাখছে প্রশাসন। এসব শিশুরা যাতে লেখা-পড়া নির্বিঘেœ করতে পারে সেসব ব্যাপারে জেলা প্রশাসন তৎপর রয়েছে।
উল্লেখ্য,গত ১৩ জুন পাহাড় ধসের ঘটনায় রাঙামাটি শহরের ভেদেভদী, যুব উন্নয়ন বোর্ড শিমুলতলী,রুপনগর, মুসলিম পাড়া,মোনঘর এলাকাসহ বিভিন্ন স্থান থেকে ১৯টি আশ্রয় কেন্দ্রে ৩ হাজার ২শ জন নারী-পুরুষ ও শিশু আশ্রয় নেয়। এর মধ্যে শিশু রয়েছে ১হাজার ২২জন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.