রাঙামাটি নার্সিং ইনিষ্টিটিউটের শিক্ষার্থী নার্স মাহমুদা খাতুনের মৃত্যুর ঘটনায় এক সপ্তাহ বন্ধ থাকার পর রোববার খোলার ইনষ্টিটিউটের শিক্ষার্থী নার্সরা যথাাসমেয় ক্লাস ও পরীক্ষায় অংশ নিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাঙামাটি নার্সিং ইনিষ্টিটিউটের কার্যক্রম এক সপ্তাহ পর বন্ধ থাকার পর রোববার খোলার পর শিক্ষার্থী নার্সরা হলে ফিরে ক্লাস করেছেন এবং পরীক্ষায়ও অংশ গ্রহন করেছেন। পরিস্থিকি দেখতে সকালে সিভিল সার্জন ডা ঃ শহীদ তালুকদার শিক্ষার্থীদের হল ও ক্লাস পরিদর্শন করেছেন। এ সময় ইনিষ্টিটিউটের ইনচার্জ রীতা রানী বড়–য়াসহ ইনিষ্টিটিউটের ইন্সেটেক্টররা উপস্থিত ছিলেন।
এসময় সিভিল সার্জন ডা ঃ শহীদ তালুকদার জানান,গতকাল থেকে শিক্ষার্থী নার্সরা ক্লাশে অংশ নিয়েছে এবং রাঙামাটি জেনারেল হাসাপাতালের কাজে যোগ দেবে।
উল্লেখ্য, গেল ৯ মে রাঙামাটি নাসিং ইনষ্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহমুদা খাতুন অসুস্থ হলে তাকে দ্রুত রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মাহমুদার শারীরিক অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরদিন ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় মাহামুদা মারা যান। ভূল চিকিৎসা ও কর্তৃপক্ষের অবহেলার কারণে মাহামুদার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। অবশ্যই কর্তৃপক্ষ মস্তিষ্কে রক্ত ক্ষরণে (ষ্ট্রোক) কারণে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে দাবী করেছে। শিক্ষার্থী নার্সের মৃত্যুর ঘটনায় হলের অন্যান্য শিক্ষার্থী নার্সরা অসুস্থ হয়ে পড়লে কর্তৃপক্ষ ১৪ মে থেকে ২০ মে পর্যন্ত এক সপ্তাহের জন্য ইনষ্টিটিউট বন্ধ ঘোষনা করে শিক্ষার্থীদের ছুটি দেয়া হয়। --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.