রোববার খাগড়াছড়িতে ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০১৭ উদ্বোধন করা হয়েছে।
খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে পুলিশ লাইন্স স্কুল ভবনে আলোচনা সভা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ রাশেদুল ইসলাম। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আলী আহম্মদ খান, খাগড়াছড়ি সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.আব্দুর সবুর খান,খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীলা তালুকদার,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বাধন কুমার চাকমা। বক্তব্য রাখেন, খাগড়াছড়ি নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের প্রধান শিক্ষক রোজিনা আক্তার জাহান, অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহউদ্দীন। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাথীরা উপস্থিত ছিলেন।
সভায় "উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি " এ প্রতিপাদ্য রেখে আলোচনা সভায় লিখিত প্রবন্ধ উপাস্থাপন করেন, খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুর সবুর খান।
এর আগে তিন দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ রাশেদুল ইসলাম।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.