বরকল উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃহষ্পতিবার ভূষণছড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে জঙ্গি বিরোধী র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিতা হয়।
উপজেলা ছাত্র লীগের সভাপতি মোঃ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অথিতি ছিলেন উপজেলা আওয়ামীলিগের সদস্য ও সাবেক মেম্বার মোঃ আলমগীর হোসেন।
আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সিকদার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুর ইসলাম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ভূষণছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান বক্তব্য রাখেন। এ সময় সহকারি শিক্ষক জামাল হোসেন মোঃ জসিম উদ্দিন উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নের্তৃবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ভুষণছড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয়ে এরাবুনিয়া বাজার পদক্ষিণ করে ভুষণছড়া বাজারে এসে শেষ হলে ছাত্রলীগের পক্ষে জঙ্গি বিরোধী গনস্বাক্ষর নেয়া হয়।
বক্তারা বলেন, বর্তমানে দেশে জঙ্গি সমস্যাটি প্রধান সমস্যা হয়ে দেখা দিয়েছে। পুরো জাতি আজ বিপদ গ্রস্থ। জঙ্গি উত্থানের প্রভাব এ উপজেলাও পড়তে পারে। এলাকায় প্রতিনিয়ত নতুন নতুন মানুষের আনাগোনা দেখা যাচ্ছে। তাই সকলকে সর্তক থাকতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.