গনতন্ত্র চর্চার মাধ্যমে আদর্শ্যবান ও দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে উঠার লক্ষেই বৃহষ্পতিবার বরকল উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে স্টুডেন্ট কেবিনেট গঠন করেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির ১৬ জন ছাত্র ছাত্রী নির্বাচনে অংশ গ্রহন করেন। তার মধ্যে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন ৭জন। প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন দশম শ্রেণির ছাত্র তমেজ চাকমা। প্রিসাইডিং সহকারী প্রিসাইাডং ও পোলিং অফিসার ছিলেন ১৫জন। মোট ভোটার সংখ্যা ৯শ ২৮ জন।
ভোট গ্রহন সকাল ৯টায় শুরু হয়ে বিকাল ২টায় শেষ হয়। ভোট গননা শেষে দশম শ্রেণি হতে ২জন নবম শ্রেণি থেকে ১জন অষ্টম শ্রেণি থেকে ২জন সপ্তম শ্রেণি হতে ১জন ও ৬ষ্ট শ্রেণি হতে ১জন নির্বাচনে জয় লাভ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.