মঙ্গলবার খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ইয়াবাসহ সনজিত দাশ (২৮) নামের একজনকে আটক করেছে পুলিশ। সে পানছড়ি সদর ইউনিয়নের পানছড়ি বাজার এলাকার মৃত সম্ভু চরণ দাশের ছেলে। সে দীর্ঘদিন ধরে পানছড়ি বাজার সংলগ্ন তালুকদার পাড়ায় আবদুল আজিজ সওদাগরের ভাড়া বাড়িতে থাকতো।
পুলিশ জানয়, মঙ্গলবার রাত সাড়ে আটটা সময় গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন খানের নেতৃত্বে পুলিশের একটি দল সনজিত দাশের বাসায় তল্লাশি চালায়। এ সময় তার কাছে থাকা একটি চশমার ফ্রেম থেকে ১৫ পিচ ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করে। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.