”যক্ষ্মা খুঁজবো ঘরে ঘরে ,করবো সুস্থ্য চিকিৎসা করে ” এ শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার খাগড়াছড়িতে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে।
খাগড়াছড়ি স্বা¯হ্য বিভাগ.ব্যাক ও জাতীয় যক্ষèা নিরোধ সমিতি নাটাবের উদ্যোগে মঙ্গলবার সকালে খাগড়াছড়ি টাউন হলে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ নিশিত নন্দী মজুমদার, নাটাব-এর জেলা শাখার সাঃ সম্পাদক জিতেন বড়–য়া ,ডাঃ মৌমিতা ত্রিপুরা,ডাঃ বিশ্ব জ্যোতি চাকমা , ব্র্যাক খাগড়াছড়ি.র জেলা প্রতিনিধি হুমাযূন কবীর ও জেলা ব্যবস্থাপক এম ছৈয়দ নূর। সভায় স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক’র সিনিয়র এরিয়া ম্যানেজার রূপম চাকমা।
এর আগে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গিয়ে শেষ হয়।
সভায় বক্তারা বলেন যক্ষারোগ নিয়ন্ত্রনে ও সঠিক চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ ক তে হবে। এ ছাড়া বক্তারা বিনামূল্যে যক্ষারোগের ঔষধ ও স্বাস্থ্যসেবা গ্রহনের প্রচারনা চালানোর জন্য সকলের প্রতি আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.