রাঙামাটির জুরাছড়িতে বৃহস্পতিবার বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বক্তারা পাহাড়ে ম্যালেরিয়ার প্রকোপ অনেকাংশে কমে গেছে। ম্যালেরিয়া আর পাহাড়ের আতংক নয়। বক্তারা আরও বলেন, সরকারের পাশাপাশি বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক কর্মীরা নিরলস সেবাদানের ফলে পাহাড়ে ম্যালেরিয়া কমে গেছে। এখই ভাবে উন্নত মশারী প্রতিটি ঘরে পৌছে দেওয়ায় ম্যালেরিয়া কমে যাওয়ার অন্যতম কারণ।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাকের যৌথ উদ্যোগে আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিপাশ খীসার সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিশেষ অতিথি সদর ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, উপজেলা ব্র্যাকের শিক্ষা ও স্বাস্থ্য কর্মসূচীর ব্যবস্থাপক বিরো চাকমাসহ স্থানীয় হেডম্যান, কার্ব্বারীরা উপস্থিত ছিলেন। এর আগে একটি র্যালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে যক্ষা বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.