রাঙামাটিতে বৃহস্পতিবার বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা সিভিল সাজর্ন সন্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান। বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ড. মুস্তাফিজুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ অনুপম চাকমা, ব্র্যাক ম্যানেজার মোঃ জামাল উদ্দিন।
এর আগে রাঙ্গামাটি রিজার্ভ বাজার থেকে সচেতনতা মুলক এক র্যালী বের করা হয়। র্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদণি করে জেলা সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালীতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।
সভায় বক্তারা পার্বত্য অঞ্চলের ম্যালেরিয়ার প্রকোপ কমিয়ে আনতে স্বাস্থ্য বিভাগ সহ বেসরকারী উন্নয়ন সংস্থা গুলোকে আরো বেশী ভূমিকা রাখতে অনুরোধ জানান।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.