জীবন বাঁচাতে রক্তের প্রয়োজন। কিন্তু দূর্গম পাহাড়ে অসুস্থ্ অবস্থায় জরুরী ভিত্তিতে রক্ত পাওয়াও কঠিন। বুধবার রাঙামাটি বিলাইছড়ি উপজেলার দূর্গম পাংখো পাড়ায় গিয়ে সেই রক্ত দিয়ে লাল নিয়াং খোয়া নামক এক ব্যক্তির জীবন বাঁচালো কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।
কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত জানান, কাপ্তাই ব্লাড ব্যংকের প্রতিষ্ঠাতা সদস্য প্রিয় অমিত বিশ্বাস বাবলুর অনুরোধে বিলাইছড়ির দূর্গম পাংখো পাড়ার লাল নিয়াং খোয়াকে আজ রক্ত দিলাম। তিনি সকলকে আত্মমানবতার সেবায় আরো এগিয়ে আসার বিষয়ে অনুরোধ জানিয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.