খাগড়াছড়ির দীঘিনালায় ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী। আটকৃকতরা হল পেচা ত্রিপুরা (৩৫), পাখি রঞ্জন ত্রিপুরা (৩৩), নতুল সা ত্রিপুরা (২৮) ও আফসার উদ্দীন শিমূল (৩৩)।
জানাগেছে, বুধবার রাতে সেনা বাহিনীর ক্যাপ্টেন তৌহিদুল ইসলাম মান্নানের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল উপজেলার সুরেশ হেডম্যান পাড়ায় অভিযান চালায়। এসময় চার জনকে আটক করা হয়। পরে আটকৃতদের দেহ তল্লাসী করে ১২ পিচ ইয়াবা ট্যাবলেট, নগদ ১৪ হাজার টাকা ও ৪ টি মুঠোফোন সেট পাওয়া যায়।
দীঘিনালা থানার এস আই মোঃ এহতেশামুল হক জানিয়েছেন, আটককৃতদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.