বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ রোববার রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যেগে বাংলা পুরাতনকে বিদায় ও নতুন বছরকে বরণ উপলক্ষে বর্ণ্যাঢ্য মঙ্গল শোভাযাত্রার পাশাপাশি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নববর্ষকে বরন উপলক্ষে সকালে রাঙামাটি পৌরসভা থেকে মঙ্গল শোভাযাত্র বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিন করে জেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে পান্তা উৎসব, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সংসদ সদস্য দীপংকর তালুকদার, জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ, পুলিশ সুপার আলমগীরসহ প্রশাসন এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.