শনিবার রাঙামাটি সদরের কুতুকছড়িতে দিন ব্যাপী বুদ্ধ ভিক্ষুদের সম্মিলন অনুষ্ঠিত হয়েছে।
কতুকছড়ি মাঠে বুদ্ধ পতাকা উত্তোলন ও মঙ্গল প্রদীপ জ্বালিয়ে এ ৮ম বারের সম্মিলনের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক ড. জিন বোধি মহাস্থবির, দিঘিনালা বন বিহারের অধ্যক্ষ নন্দপাল মহাস্থবির। এতে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের শীর্ষ বুদ্ধ ভিক্ষুসহ দুইশর অধিক বুদ্ধভিক্ষু অংশ নিয়েছেন।
এছাড়া এ সন্মিলনে হাজারো নারী-পুরুষ পূণ্যার্থী অংশ নেন। সম্মিলন উদ্বোধন পর পূণ্যার্থীরা পঞ্চশীল গ্রহণ করেন। এরপর সংঘ দান, অষ্ট পরিস্কার দান, বুদ্ধমুর্তি দান, হাজার প্রদীপ দানসহ নানান দানকার্য সম্পাদন ও উৎসর্গ করা হয়।
এরপর অনুষ্ঠিত হয় ধর্মালোচনা সভা। এতে ধর্ম দেশনা দেন ড.জিনবোধি মহাস্থবির ও নন্দপাল মহাস্থবিরসহ জ্যেষ্ঠ ভিক্ষুরা।
ধর্ম সভায় রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান রিতা চাকমা, সাপছড়ি ইউপি চেয়ারম্যান মৃনাল কান্তি চাকমা, কুতুকছড়ি ইউনিয়ন চেয়ারম্যান কানন চাকমা, কুতুকছড়ির ডুলুছড়ির মৌজার হেডম্যান অমল বিকাশ চাকমা উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.