• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পৌর মাঠ সৌন্দর্য্য বর্ধনে কাজের নামে জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন                    পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭তম বর্ষপূর্তি উপলক্ষে বিলাইছড়িতে আলোচনা সভা                    যে দলই ক্ষমতায় আসুক চুক্তি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে-ঊষাতন তালুকদার                    বিলাইছড়িতে সেনাজোনের আয়োজনে সম্প্রীতি ভলিবল ম্যাচ                    ভূবনজয় সরকারী উচ্চ বিদ্যালয়ের নারী কাবাডি দলকে সংবর্ধনা দিয়েছে জুরাছড়ি জোন                    পার্বত্য চুক্তির অধিকাংশ ধারাই বাস্তবায়ন নেই,বাড়ছে ক্ষোভ আর হাতাশা                    দুর্গম গ্রামে স্বাস্থ্য সেবা প্রদান করলো গ্রীন হিল                    আওয়ামীলীগ যতবার ক্ষমতায় এসেছে ততবারই জনগণের রায়ে ক্ষমতায় যেতে পারেনি-জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল                    সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন আইনজীবিদের                    মানিকছড়িতে গ্রীনহিল আয়োজনে মোবাইল প্রজনন স্বাস্থ্য সেবা ক্যাম্প                    বাঘাইছড়ি ও নানিয়ারচরে বন্যা কবলিত মানবিক সহায়তা প্রদান প্রকল্পের অবহিতকরন সভা                    নির্বাচনী পরিবেশ তৈরিতে রাজনৈতিক ও আইনশৃঙ্খলা স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিচ্ছে-ধর্ম উপদেষ্টা                    রাঙামাটিতে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিষ্ট্যান্স সচেতনামূলক সপ্তাহ পালন                    খাগড়াছড়িতে মোবাইল প্রজনন স্বাস্থ্য সেবা ক্যাম্প                    খাগড়াছড়িতে গর্ভবতী নারী ও কিশোরীদের মোবাইল প্রজনন স্বাস্থ্য সেবা ক্যাম্প                    অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদের অর্ন্তবর্তীকালীন পরিষদ পূর্নগঠন                    সাংবাদিক প্রদীপ চৌধুরীর মুক্তির দাবীতে রাঙামাটিতে প্রতীকি কর্মবিরতি                    খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি আটক                    খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে পার্বত্য উপদেষ্টা                    খাগড়াছড়িতে দোকান ভাংচুর ও লুটপাট মামলায় ৫ জন আটক                    খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থদের চিকিৎসা ও ওষুধ বিতরণ                    
 
ads

চিক্কোবীর জিদ—ভাঝ বদল

নিসা চাঙমা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Nov 2013   Friday

চিক্কোবী কা-অক্ষর ন’জান্যে উক্ক মুরুক্খ’ মিলে। তা নাঙানও তে লেঘি ন’ জানে। চিক্কোবী নেক্ ছদকবাবু বরআদাম’ হেডম্যান; হালিক তে আগেন্দি এল’দে উক্ক উজুসুরুং চাষবাস গোরি খেইয়্যা মানুজ। পাচ্চ্যু বঝর শহরত থেনেই তে বানা নিজ’ নাঙান নয় আর’ ভালক্কানি শিক্খে। ইক্কুনু তে তা মুরুক্খ’ মোক্করে নিনেই ভজমান লাজায়।

 

‘রাঙা মা, ত’ নিজ’ নাঙ লেঘানা শিঘি ল’না দরকার। ম’ নাঙান বানা দ্বি- অহ্রখর। তুও তুই লিঘি ন’ জানস। আমক অভার!’ চিক্কোবীরে তে অত্তে অত্তে কধ’।

 

চিক্কোবী তা কধায়ানি আহ্ঝিনেই উরেই দিদ’। ‘রাঙা বাপ, ইক্কুনু আ ইয়ানি শিঘিনেই কি ফাইদে অভ’? ম’ আঙুলুন থদর’ ওই যাদনধোই। মুই কিত্তেই ঐ অহ্রখকুন লিঘিবার চেম? গাবুজ্যেউন শিঘোদোক। এ বুর’ কাল্ল্যেত মুই যে ধোক্যেন সে ধোক্যেন থেম।’


ছদকবাবু কাম্ম বন্দ সেনত্যা তা মোক’ পিজেন্দি তে আ অক্তয়ান বরবাদ গোরি ন’ পারে। তে শিরে বিজিনেই কবার চেল’দে- ‘ওহ্ রাঙা মা, রাঙা মা, কি কচ্ছ্যে তুই সিয়েনি!’ হালিক তে কিচ্ছু ন’ কোইনেই জুর’ গোরি থেল’।

 

একদিন্যে ছদকবাবু উক্ক লিত্তিং বই ঘরত আনিল’। তে কল’, ‘রাঙা মা চাদে, লেঘা শিঘিবাত্তেই চাঙমা আগপুদির উক্ক বই। আমা নাদিন-পুদিনোনত্তুন কামত লাগিব’।

 

একদিন্যে চিক্কোবী রাঙা বাবর উক্ক কোগোই সিলেই দের। কোগোইব’ আহ্ধর সিলেনিয়ান ফুগেই যেইয়্যা। চিক্কোবী পিরেয়ানত বৈ সুচ্চু লল’। কোগোইব’ জেব’ ভিদিরে আহ্ধ দিনেই হঝক হঝক গরেত্তে সান পেনেই রাঙা মা তেঙা পারা পেল’। ফুঘেইনে চাইদে এক্কান চিদি। উক্ক লেবগা ভিদিরে দোল বিরবিচ্যে চিদি, চিগন-চাগন গুরিং আহ্ধর লেঘা আ কাবোজচানত্তুন তুমবাচও নিঘিলের। কাবোজচান দেঘি চিক্কোবীর পরান চিগুদ গোরি উদিল’।

 

রাঙা বাবে কি লুগর ম’ ইধু? তে কি লেঘা পারিয়ে মিলেউনদোই লাঙপাদা দিয়েন সিয়েন গরের? তা নাধা আ মুরুক্খ’ মোক্করে রজনা গরের? তে চিদে গরিল’।

 

চিক্কোবী লেবগায়ান খুলিনেই চিদিয়ান নিঘিলেল’। হালিক মুরুক্খ’ কিনে উক্ক অহ্রকও ন’ বুঝিল’। জিংকানিত পল্ল্যেবার লেঘা মাদে ন’ জানে কেনে চিক্কোবী মন’ দুগ পেল।

 

চিক্কোবী জিদ গোরি ভাবিল’- মত্তুন জানা পরিব’ চিদিয়ানত কি লেঘা আঘে? হয়ত’ ম’গোদা জিংকানিয়েন বদোলি যেই পারে, মুই আর’ আদামত ফিরি যেম, জুমত কাম গরিম। রাঙা মা কানা ধল্ল্য’ আ ভাবিল’- ইরুক রাঙা বাবে বদোলি যেইয়্যা, নিত্য তে তা দাড়িয়ান বিরবিচ্যে গোরি মুরয়। চিক্কোবী চিদিয়ান’ সেনদি চেই থায় আ পিরে পেইয়্যা শুগুর’ ধক্ক্যেন কিজেক দে। পড়ি ন’ পারিল’ তে চিদিয়েন, আ কার’রে ইয়েন দেঘানাও ধ’ লাজ গরে পারা।

 

রাঙা মা চিদিয়েন সন্দুগত লুগেই থল’। কোগোইব’ সিলানা থুম গরি রাঙা বাবরে বাচ্চ্যেই থেল’। হালিক রাঙা বাবে যেক্কে ঘরত ফিরিল’ রাঙা মা তারে কিচ্ছু পুঝোর ন’ গোরিল’। লক্খী গরি তে তা নেক্কু লঘে কধা কল’, লেঘা শিগিবাত্যেই আওজ দেগেল’, মুরুক্খ’ জুম্ম ওই থাদে তাত্তুন আর গম ন’ লাগের সিয়েন তে ইজেরানদি বুঝেল’। রাঙা বাবে সিয়েন শুনিনে খুঝি অল’ ভজমান। ‘গম ওইয়্যা, মুই তরে শিগেম।’ তে কল’। রাঙা বাবর বিরবিচ্যে গরি মুরিয়ে’ মুয়ান কিত্যে চেইনে রাঙা মা কল’ ‘ঠিগ আগে, ফাঙ গর।’

 

দ্বি-মাজ ধরি চিক্কোবী নিত্য লেঘা শিগিল’। ধোরযো ধরি অহ্রকখুন ফারক গোরিল’, এগত্তর গোরিল’, ভায জরেল’। নিত্য সাজন্যা মাধান সন্দুক্কুত্তুন সে চিদিয়ান নিঘিলেই কি লেঘা আঘে লুগেনেই পরিবের চেসটা গোরিধ’। হালিক সিয়েন ধ’ তাত্তেই হেলার কাম ন’ এল।

 

তিন মাস পরে চিক্কোবী লেঘা মাধে পারে, লেঘিও পারে। একদিন বেন্যামাধান রাঙা বাবে যেক্কে কামত যেইয়্যা রাঙা মা সন্দুক্কুত্তুন চিদিয়েন নিঘিহ্লেই মাধানা ধল্ল্য। চিদিয়ানর গুরিং গুরিং আহ্ধর লেঘা মাদাদে চিক্কোবীর ভারি কস্ত’ অয়, হালিক কাবোজচান’ তুমবাচ্চানে তারে উচ্ছ্য তুলি দে। চিদিয়েন রাঙা বাব’রে উধিজ গরি লেঘা। চিক্কোবী চিদিয়েন মাদেল’- চিক্কোবী চিদিয়েন দ্বি-পল্ল্যা পরিল’- মুরে মুরে এক বাব’দর অগমান লাগি উদিল’ তা নিজ’ উগুরে।

***রাশিয়ার নাঙ করা লেঘিয়্যা মিখাইল জোশেনকো’র ’রেলাগেয়া’ নাঙে উক্ক গল্পর অবলম্বনে লিখ্যা )

ads
ads
আর্কাইভ