হরি, ‘কিশোর’
--মৃত্তিকা চাকমা
হরি, কিশোর তুমি থাকবে
পার্বত্য ভূমির আনাছে কানাছে
জেগে উঠবে তোমার কলমের নিপ
বুড়ো হবে না যে আঘাত আসুক না কেন
তুমি থাকবে।
জেগে উঠবে তোমার ভাঙা শরীর
মন; শিরায় প্রবাহিত হচ্ছে যখন--
তুমি কাবু নও, চেয়ে দেখ,
পাহাড়া দিচ্ছে দেবগণ চারি দিক তোমার
যেহেতু তুমি কিশোর।
জরুরী সভা বসছে
পা থেকে মাথা পর্ষন্ত, তারা দেবে না
কলমটা ঝড়ে পরুক অরুন্যে
যা খুঁজে পাওয়া যাবে না, কারণ--
সবার মুখে তুমি ‘কিশোর’।
----------০--------------