• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে সিপিবি’র নেতৃত্বে সমীর ও অনুপম                    পাহাড়ে জীববৈচিত্র্য পুনঃস্থাপন ও সম্প্রদায়ের বাস্তুতন্ত্র সংরক্ষনে ১২ কোটি টাকার প্রকল্প গ্রহন                    বিলাইছড়িতে তথ্য অফিস কর্তৃক নারী সমাবেশ                    রাঙামাটিতে কলা গাছের আঁশের স্যানিটারি ন্যাপকিনের প্রদর্শনী ও উদ্বোধন                    রাঙামাটিতে পুষ্টি পরিষেবার ঘাটতি পূরণে জন্য স্থানীয় লাইন বিভাগের সাথে সভা                    রাঙামাটিতে দুই বান্ধবীর একসাথে বিষপানে একজনের মৃত্যু,আরেকজন গুরুত্বর অসুস্থ                    রাঙামাটিতে সেনা অভিযানে জেএসএসের সশস্ত্র সদস্য আটক, অস্ত্র উদ্ধার                    রাঙামাটিতে সনাকের বলপিয়ে আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসিজি’র গ্রুপ গঠন                    রাঙামাটিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত                    জীববৈচিত্র্য পরিবেশগত ভারসাম্য রক্ষায় সবুজায়নের খাগড়াছড়িতে চারা বিতরণ                    রামগড়ে মা-মেয়েকে গলা কেটে হত্যা                    অনিয়মের অভিযোগে রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশলে দুদকের অভিযান                    প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারী সেবা সম্পর্কে অবহিত করতে গণ সংলাপ                    রাজস্থলীর মিতিঙ্গাছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা                    কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাটে ফের পানি ছাড়া হচ্ছে                    রাঙামাটিতে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের প্রথম আলোর সংবর্ধনা                    সাজেক পর্যটনে অগ্নিকান্ডে ঘটনার ছয় মাস পর কটেজ-রিসোর্ট স্থাপনা নির্মাণে লাইন্সে প্রদান                    কাউখালীতে আগুনে ক্ষতিগ্রস্ত দিনমজুরকে নতুন ঘর দিল সেনাবাহিনী                    খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রামের উত্তরাঞ্চলের মগপার্টির সশস্ত্র বিভাগের প্রধান নিহত                    রাঙামাটিতে পর্যটন স্পটে যত্রতত্র প্লাস্টিক বোতল,ফুটপাত দখল দুঃখজনক-জেলা প্রশাসক                    রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে কারবারি সম্মেলন অনুষ্ঠিত                    
 
ads

রাঙামাটিতে আদিবাসী গ্রন্থ মোড়ক অনুষ্ঠানে
কাপ্তাই বাঁধ জুম্ম জনগণের মরণ ফাঁদ হিসেবে পরিণত হয়েছিল-সন্তু লারমা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Mar 2017   Sunday

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা) কাপ্তাই বাঁধ জুম্ম জনগণের মরণ ফাঁদ হিসেবে পরিণত হয়েছিল উল্লেখ করে বলেছেন, ১৯৬০ সালের কাপ্তাই বাধেঁর কারণে পার্বত্য চট্টগ্রামে সবচেয়ে বধিঞ্চু অঞ্চল জলমগ্ন হয়ে যায়। তখন সমগ্র পার্বত্যঞ্চলের জীবন ধারার উপর বিপর্যয় নেমে আসে। তারপরও সেই বিপর্যয়ের সাথে মুখোমুখি হয়ে সমস্ত জুম্ম জাতি আরো আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে।


রোববার রাঙামাটিতে আদিবাসী কবি ও সাহিত্যিক প্রমোদ বিকাশ কারবারীর চাকমা (ফেলাজেয়া চাকমা) কাব্যগ্রন্থ ও আদিবাসী ব্যক্তিত্বদের জীবন কাহিনী গ্রন্থের মোড়ক উন্মোচনকাল তিনি এ কথা বলেন।


উল্লেখ্য, চাকমা ভাষার পাশাপাশি বাংলা ও ইংরেজীতে অনুবাদ করা আদিবাসী কাব্যগ্রন্থ কিযিঙৎ পুগোবেল পার্বত্য চট্টগ্রামে এটাই প্রথম। এছাড়া পার্বত্য চট্টগ্রামের ২২জন আদিবাসী ব্যক্তিত্বের যারা বিশেষ অবদান রেখেছন তাদের জীবন কাহিনী নিয়ে লেখা আলোর পথ দেখালো যারা গ্রন্থটিও পার্বত্য চট্টগ্রামের প্রথম গ্রন্থ।  এ দুটি গ্রন্থের প্রকাশক হচ্ছেন ইন্টু মনি তালুকদার এবং রেগা প্রকাশনী থেকে প্রকাশিত।


সন্তু লারমা আরো বলেন, এই দুটি গ্রন্থে পার্বত্য চট্টগ্রামের সমগ্র জীবন ধারা, দর্শন ও অধিকারের বাস্তবতার কথা ফুটে উঠেছে। পাশাপাশি এ দুটি গ্রন্থের মাধ্যমে জীবনকে উজ্জীবিত করে জুম্ম জনগণের স্বাধিকার,অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেক কিছু খুজে পাওয়া যাবে। এ দুটি গ্রন্থ পার্বত্য চট্টগ্রামের সাহিত্য ও ইতিহাসের বিষয়ে বর্তমান তরুন প্রজন্মেও কাছে উপকারে আসবে।


শহরের শাবারাং রেষ্টুরেন্টে আয়োজিত সাবেক উপ-সচিব প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়। এতে বক্তব্যে রাখেন কবি শিশির চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, এমএন লারমা মোমোরিয়েল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা। স্বাগত বক্তব্যে রাখেন গ্রন্থের লেখক প্রমোদ বিকাশ কারবারী(ফেলাজেয়া চাকমা)। অনুষ্ঠানে আদিবাসী সাহিত্যিক, কবিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠান শুরুর আগে চাকমা কাব্যগ্রন্থ কিযিঙৎ পুগোবেল ও আদিবাসী ব্যক্তিত্বদের জীবন কাহিনী গ্রন্থ আলোর পথ দেখালো যারা গ্রন্থের মোড়ক উন্মোচন করেন সন্তু লারমা। অনুষ্ঠান শেষে প্রমোদ বিকাশ কারবারী(ফেলাজেয়া চাকমা) তার স্বরচিত কবিতা পাঠ করে শুনান।


সন্তু লারমা তার বক্তব্যে আক্ষেপ করে বলেন, রাঙামাটির স্বভাব,চরিত্র, সৌন্দর্য্য ও তার বাস্তবতা আজকে হারিয়ে গেছে। আজকে রাঙামাটি মনে হয় আমার রাঙামাটি নয়। এই রাঙামাটি আজকে আগের মত আর নেই।


চাকমা জাতির বীর যোদ্ধা ও সেনাপতি রনু খান ব্রিটিশদের সাথে সর্বোচ্চ দিয়ে লড়াই করেছেন এবং আত্নসর্মপণ করেননি এই গ্রন্থে বলা হয়েছে তার উল্লেখ করে তিনি রনু খানের মত প্রত্যেক জুম্ম জাতির নর-নারীকে কোন দিনই পরাজয় বরণ না করে নিজেদের অধিকারের জন্য আরো বেশী সক্রিয় হয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ