• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু                    কাউখালী বেতবুিনিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত                    রাঙামাটি রাজ বন বিহারে দুদিনের কঠিন চীবর দানোৎসব সম্পন্ন                    রাঙামাটির রাজবন বিহারে দুই দিনব্যাপী কঠিন চীবর দান উৎসব শুরু                    বৃহস্পতিবার থেকে দুদিন ব্যাপী শুরু হচ্ছে রাজ বনবিহারে ৪৯তম কঠিন চীবর দান                    রাঙামাটির সীমান্তবর্তী দুর্গম হরিণায় বিজিবির মানবিক সহায়তা                    বিলাইছড়িতে প্রকল্প পরিদর্শনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক                    বিলাইছড়িতে বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে ডিপিও                    বিলাইছড়িতে ২২ লিটার মদসহ আটক ১                    কাপ্তাই হ্রদ খননে পরিকল্পনা নেওয়া হবে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা                    রাঙামাটির বিএফডিসির বেহাল অবস্থায় দেখে হতাশা প্রকাশ মৎস্য উপদেষ্টার                    জুরাছড়ির ধামাইপাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন                    কাউখালীতে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপায় নিহত ১: আহত ১                    ইইউ’র অর্থায়নে বিলাইছড়িতে নগদ অর্থ সহায়তা পেল ১৭৯ পরিবার                    ৮৬ দিন পর ভেসে উঠল রাঙামাটির পর্যটনের ঝুলন্ত সেতু                    রাঙামাটিতে প্রধান শিক্ষককের বিদায় সংবর্ধনা ও শিক্ষক সম্মাননা প্রদান                    রাঙামাটিতে বিরল প্রজাতির গোপালী বুনো হাতি শাবকের মৃত্যু                    চাকমা ও মারমা ভাষার পাঠ্যপুস্তকে নিজস্ব লিপিতেই প্রকাশের দাবি ২৪ বিশিষ্ট নাগরিকের                    বিলাইছড়ি বহুতল ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু                    রাঙামাটিতে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ                    জুরাছড়ি বরকলক শান্তিদান বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত                    
 
ads

পার্বত্য চট্টগ্রামের প্রথাগত প্রতিষ্ঠানে আদিবাসী নারীর অংশগ্রহণ সভায় বক্তারা
পার্বত্য প্রথাগত আইনগুলো যুগোপযোগী করতে হবে

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jun 2018   Friday

পার্বত্য আদিবাসী নারীদের সমানাধিকার প্রতিষ্ঠা ও প্রথাগত প্রতিষ্ঠানে নারীর অংশগ্রহণ বাড়াতে প্রথাগত আইন বিশ্লেষণের মাধ্যমে বৈষম্যমূলক উপাদান চিহ্নিত ও অপসারণ করে যুগোপযোগী করাসহ সার্কেল চিফ ও সিএইচটি মন্ত্রণালয়কে বিশেষ উদ্যোগ গ্রহণ করতে হবে।

 

শুক্রবার ঢাকায় ‘পার্বত্য চট্টগ্রামের প্রথাগত প্রতিষ্ঠানে আদিবাসী নারীর অংশগ্রহণ: বর্তমান বাস্তবতা ও ভবিষ্যত করণীয়’ শীর্ষক এক জাতীয় পরামর্শ সভায় বক্তারা এসব অভিমত ব্যক্ত করেন।


সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস),কাপেং ফাউন্ডেশন,বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক,উইমেন হেডম্যান কারবারী নটওয়ার্ক,ছিএইচটিউইমেন অ্যাক্টিভিষ্ট ফোরাম, প্রগেসিভ, অনন্যা কল্যাণ সংগঠন, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপিএস-এর নির্বাহী পরিচালক রোকেয়া কবীর। সভায় সম্মান্বিত অতিথি ছিলেন পার্বত্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ( প্রশাসন) রমা রাণী রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মং সার্কেল চিফ রাজা সাচিং প্রু চৌধুরী এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাকমা সার্কেল চিফ রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায় ।

 

আলোচক ছিলেন মানবাধিকার কমিশনের সদস্য বাঞ্ছিতা চাকমা, জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষক ড.আইনুন নাহার, মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান। পরামর্শ সভায় বক্তব্য রাখেন সিএইচটি নেটওর্য়াকের সদস্য থুয়াইইয়ং মারমা,অনন্যা কল্যাণ সংগঠনের নির্বাহী পরিচালক ড নই প্রু নেলী, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা, সিএইচটি নারী হেডম্যান কারবারীর আহ্বায়ক জয়া ত্রিপুরা,মানুষের জন্য ফাউন্ডেশনের প্রতিনিধি সোমা দত্ত, কারবারী সান্তনা খিসা চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক এর সচিব শান্তি বিজয় চাকমা, কাপেং ফাউন্ডেশনের সোহেল হাজং প্রমুখ। সভায় মূল বক্তব্য উপস্থাপন করবেন অ্যাডভোকেট সুস্মিতা চাকমা।


চাকমা সার্কেল প্রধান রাজা ব্যারিস্টার দেবাশীষ রায় বলেন,প্রথাগত সকল আইনই সংবিধান অনুযায়ী তৈরী করা। প্রথাগত প্রতিষ্ঠানের সাথে নির্বাচনি প্রতিষ্ঠানের চিন্তাধারা এক নয়। কিছু নারী মূল দ্বায়িত্বে আসলেই নারীর ক্ষমতায়ন হয়না। আদিবাসী নারীদের অর্থনৈতিকভাবে সক্ষম করতে তুলতে আইন করতে হবে। ক্ষমতা কাঠামোতে আদিবাসীদেও জন্য কোটা ব্যবস্থা প্রনয়ন করতে হবে। বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে নারীদের উপস্থিতি ব্যতীত বিচারকার্য পরিচালনা করতে পারবেনা। ভূমি বন্টন নীতি এবং কেনাবেচার ক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। প্রথাগত আইনে যেন মানবাধিকার লঙ্ঘিত না হয় সেঅনুযায়ী প্রথাগত আইনের নতুন পরিমার্জন করতে হবে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যথাযথ সহায়তা করতে হবে।


পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন)রমা রানী রায় বলেন, সব প্রথাগত আইনই যুগোপযোগী করতে হবে। নারী পুরুষ নির্বিশেষে সকলেকেই প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। পার্বত্য চট্টগ্রামে শিক্ষা ক্ষেত্রে সকল প্রতিবন্ধকতা দুর করতে হবে। বিভিন্ন সার্কেলের প্রধানদের প্রতি অনুরোধ তারা যেন দাবীসমূহ বাস্তবায়নের জন্য পর্যাপ্ত তথ্য-উপাত্ত মন্ত্রণালয়ে প্রেরণ করে।


রাজা সাচিংপ্রু চৌধুরী, মং সার্কেল প্রধান বলেন, অন্যান্য সার্কেলের তুলনায় মং সার্কেলে নারী হেডম্যান-কারবারী নিয়োগ বেশী। তবে তাদের জন্য প্রর্যাপ্ত প্রশিক্ষনের ব্যবস্থা না থাকায় তাদের সক্ষমতা বাড়ছেনা। মহামান্য হাইর্কোট রায় দিয়েছে যে মারমাদের প্রথাগত প্রতিষ্ঠান প্রথাগত আইনেই চলবে। মারমা বিবাহের রেজিষ্ট্রেশনের কার্যক্রম চলছে। বিচার প্রক্রিয়ায় মং সার্কেলে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করা হয়।


সভায় রোকেয়া কবীর বলেন, “পার্বত্য চট্টগ্রামে প্রথাগত প্রতিষ্ঠানে নারীদের অগ্রসর হওয়ার ক্ষেত্রে বাঁধা দুর করতে আমাদেও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা শুধ মুখে নয় কাজের মধ্য দিয়ে বাস্তবায়ন করতে হবে। শুধুমাত্র প্রথাগত প্রতিষ্ঠানেই নয় বরং সকল প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে আদিবাসী নারীদের অংশগ্রহন বাড়াতে হবে। প্রবন্ধ উপস্থাপনকালে এ্যডভোকেট সুস্মিতা চাকমা বলেন, অন্যান্য জাতিগোষ্ঠীর নারী সমাজের মতো আদিবাসী সমাজেও নারীদের অধস্তন হিসেবে বিবেচনা করা হয়। এ অধস্তনতার বেড়াজাল ছিন্ন করে এ সময়ে যেসব নারী হেডম্যান ও কারবারী পদে অধিষ্ঠিত হতে পেরেছেন, পুরুষতান্ত্রিক বলয়ে তাদের প্রতিনিয়ত নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে।


জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের অধ্যাপক আইনুন নাহার বলেন, প্রথাগত প্রতিষ্ঠানে শুধুমাত্র নারীর অংশগ্রহন নয়, গুনগতভাবে বাড়াতে হবে। নারীদেও আনুপাতিক হার আশাব্যঞ্জক নয়। দক্ষিন এশিয়ার রাজনৈতিক অঙ্গনে নারী নেতৃত্ব বিকাশে বংশ পরম্পরা গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে। প্রান্তিক পর্যায়ে আদিবাসী নারীদের প্রথাগত প্রতিষ্ঠানে অংশগ্রহনের ক্ষেত্রে কত শতাংশ বংশপরম্পরা গুরুত্ব রাখছে এর হিসাব করা প্রয়োজন। নারীর যোগ্যতা নিরুপনে নারীদের দৃষ্টিকোন থেকেই দেখতে হবে। প্রথাগত প্রতিষ্ঠানে পুরুষতান্ত্রিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে হবে।


মানবাধিকার কমিশনের সদস্য বাঞ্চিতা চাকমা বলেন, আদিবাসী ব্যবস্থায় পিতৃতান্ত্রিক ব্যবস্থা আরোও কঠোর। প্রথাগত প্রতিষ্ঠানে বিশেষ করে হেডম্যানদের কাছে বিবাহের রেজিষ্ট্রেশনের নথি থাকা উচিত।


মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান বলেন, পার্বত্য এলাকায় প্রথাগত প্রতিষ্ঠান নারীদের অংশগ্রহন সন্তোষজনক নয়। বিগত সময়ে আদিবাসী নারীরা শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে থাকার কারনে প্রথাগত প্রতিষ্ঠানে নারীর অংশগ্রহণ কম ছিল। তবে গত পাঁচ বছরে নারী হেডম্যান কারবারী সংখ্যা বেড়েছে।


পার্বত্য নারী নেত্রী ডনাইপ্রু নেলী বলেন, পার্বত্য অঞ্চলের রাজ পরিবারগুলোর মধ্যে সমন্বয় সাধন করতে হবে। যোগ্য নারীদেরকে হেডম্যান-কারবারী করতে হবে। সরকারী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যেন হেডম্যান-কারবারীদেরকে নিয়ন্ত্রন করতে না পারে সে ব্যবস্থা গ্রহন করতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ