সম্প্রতি টানা ভারী বর্ষনের পাহাড় ধসের কারণে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের ৩টি স্থানে ঝুকিপূর্ন হওয়ায় রোববার সকাল থেকে সাময়িকভাবে ভারী যানবাহন বন্ধ করে দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।
সম্প্রতি টানা ভারী বর্ষনে পাহাড় ধসে পড়ায় রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের ২২ মাইলসহ ৩টি স্থানে ঝুকি পূর্ন হয়ে উঠেছে। দুর্ঘটনা এড়াতে সড়ক ও জনপথ বিভাগ রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে সাময়িকভাবে বাস, ট্রাকসহ ভারী যানবাহন চলা বন্ধ করে দিয়েছে। তবে ওই রুটে মোটর সাইকেল,সিএনজিসহ ছোটোখাটো যানবান চলা করছে।
রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের উপ সহকারী প্রকৌশলী আবু মূছা জানান, ভারী বর্ষনের কারণে পাহাড় ধসে পড়ায় সড়কে ৩টি স্থানে ঝুকিপুর্ণ হওয়ায় রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে সাময়িকভাবে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। ঝুকিপূর্ন ৩টি স্থান মেরামতের কাজ চলছে। আশা করা যাচ্ছে ৩ থেকে ৪ দিনের মধ্যে ভারী যানবাহন চলাচল করতে পারবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.